বরিশালের আগৈলঝাড়া মুজিববর্ষ ও স্বাধীনতার ৫০ বৎসর পূর্তি উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাহাদুরপুর নিশিকান্ত গাইন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রনজিৎ কুমার মধু স্বাধীনতা স্মৃতি পরিষদ এ্যাওয়ার্ড-২০২১ ও মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২১ অর্জন করেন। গত ২০ মার্চ ২০২১ রোজ শনিবার স্বাধীনতা স্মৃতি পরিষদ কর্তৃক আয়োজিত ঢাকা কেন্দ্রীয় কচি-কাঁচা মেলা মিলনায়তন রুমে কবি নুরুল ইসলাম বিপিএম উপ-কমিশনার (আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থা, উপদেষ্টা স্বাধীনতা স্মৃতি পরিষদ) এর সভাপতিত্বে এবং প্রধান অতিথি বিচারপতি মোঃ মমতাজ উদ্দিন আহমেদ এর উপস্থিতীতে আগৈলঝাড়া উপজেলার বাহাদুরপুর নিশিকান্ত গাইন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রনজিৎ কুমার মধু কে স্বাধীনতা স্মৃতি পরিষদ এ্যাওয়ার্ড-২০২১ প্রদান করা হয়। এবং গত ইং ০৮ মার্চ ২০২১ তারিথ রোজ সোমবার বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ঢাকা ইকনোমিক রিপোটার্স ফোরাম মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আতাউল্লাহ খান এর সভাপতিত্বে দেশের সনামধন্য ব্যাক্তিবর্গের উপস্থিতীতে প্রধান অতিথি বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী তাকে মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২১ প্রদান করেন। বাহাদুরপুর নিশিকান্ত গাইন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রনজিৎ কুমার মধু স্বাধীনতা স্মৃতি পরিষদ এ্যাওয়ার্ড-২০২১ ও মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২১ অর্জন করায় এলাকায় অনন্দের জোয়ার বইছে। এ বিষয়ে অধ্যক্ষ রনজিৎ কুমার মধুর সাথে আলাপকালে তিনি বলেন আমি যে এই এ্যাওয়ার্ডে ভূষিত হব তা আমি নিজেও বুঝতে পারিনি, আমি দপ্তর ভিত্তিক চিঠি পেয়ে সেখানে উপস্থিত হওয়ার পরেই জানতে পারলাম যে আমি এ্যাওয়ার্ড পাচ্ছি। এতবড় খ্যাতি অর্জন করতে পেরে আমি খুবই গর্বিত।