শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিডস ক্রিয়েশন টিভিতে চলছে শিশুদের নিয়ে কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস’ মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে : নজরুল ইসলাম একাত্তরে আ’লীগ মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়েছিল, চব্বিশেও তাই করেছে : মঈন খান ১৮,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন জাতীয় ঐক্য গড়তে বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক বিধবংসী আগুন তুরস্কের রিসোর্টে, নিহত কমপক্ষে ৬৬ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, সংবিধানের বিপরীতে হাঁটছেন ট্রাম্প ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে ভ্যাট বাড়ছে না ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস

শাল্লায় ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শনে জাফরুল্লাহ চৌধুরী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৪ মার্চ, ২০২১

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ড. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বাংলাদেশের বিচার বিভাগের কোমরে জোর নাই। তারা উপরের দিকে চেয়ে থাকে। আনিসুল কি বলে সে মোতাবেক রায় দিবে। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের শাল্লায় এসে গত ১৭ই মার্চ হামলা, ভাঙচুর ঘটনায় ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু গ্রাম নোয়াগাঁও পরিদর্শন শেষে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ড. জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে অনেক বড় বড় ঘটনা ঘটেছে। কিন্তু বিচার বিভাগ এখন পর্যন্ত কোন ঘটনার রায় সুষ্ঠুভাবে দিতে পারেনি। নোয়াগাঁও গ্রামে হামলার ঘটনায় ড. জাফরুল্লাহ চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর জন্মদিনে শেখ হাসিনার সরকারের দলের লোক সংখ্যালঘুদের উপর এমন ঘটনা ঘটিয়েছে সেটা খুবই লজ্জাজনক। এই লজ্জা আমরা কোথায় রাখবো। সরকারের পুলিশ প্রশাসন এখানের মানুষদের রক্ষা করতে পারেনি। তাই অবিলম্বে এখানে যতজন দায়িত্বরত কর্মকর্তা ছিল তাদের সবাইকে প্রত্যাহার করতে হবে।
তিনি বলেন, এই দিনগুলো দেখার জন্য কি আমরা যুদ্ধ করেছিলাম। দেশ স্বাধীন করেছিলাম। যে স্বাধীন দেশে আমরা স্বাধীনভাবে বসবাস করতে পারি না। আমরা আজকে এখান থেকে পরিষ্কার জানিয়ে দিতে চাই, আগামী সাত দিনের মধ্যে মামলার তদন্ত শেষ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শাল্লার এই গ্রামে এসে ক্ষমা চাইতে হবে।
এসময় উপস্থিত ছিলেন ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবুল, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম সদস্য নঈম জাহাঙ্গীর, সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমদাদ উল্লাহ শহীদুল ইসলাম প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com