শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:১৩ পূর্বাহ্ন

দৃষ্টি ভঙ্গী পরির্তনের মাধ্যমে সমাজ গড়ার পাশাপাশি বাল্য বিবাহ বন্ধ করতে হবে

দিনাজপুর প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ২৪ মার্চ, ২০২১

পল্লী শ্রী’র জেন্ডার সচেতনতা বৃদ্ধি কর্মশালায় উপজেলা সমাজসেবা অফিসার

২৪ মার্চ বুধবার ঘাসিপাড়াস্থ বাংলাদেশ পরিবহন পরিকল্পনা সমিতি (এফপিএবি)’র মিলনায়তনে দিনাজপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী’র আয়োজনে ক্রিয়েটিভ স্পেসেস প্রকল্পের আওতায় জেন্ডার সচেতনতা বৃদ্ধি ও ইতিবাচক মূল্যবোধ তৈরী বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। পল্লীশ্রী’র প্রকল্প সমন্বয়কারী রওনক আরা হক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সদর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে আলেচানা করেন ৫নং শশরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম ও জেলা আইনজীবী সমিতির এ্যাডভোকেট খুরশিদা পারভীন জলি। প্রকল্প বিষয় আলোচনা করেন প্রজেক্ট অফিসার লাজিনা আফতাব। দিনব্যাপী এই কর্মশালায় দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের, ৫নং শশরা ইউনিয়নের, ৩নং ফাজিলপুর ইউনিয়নের এবং ৪নং শেখপুরা ইউনিয়নের কাজী, ইমাম, শিক্ষক, ইউপি সদস্য ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে। বক্তারা বলেন, ইতিবাচক আদর্শিক মূল্যবোধের জায়গা থেকেই আমরা বাল্য বিবাহ বন্ধ করবো। এছাড়া নারী নির্যাতন বন্ধের ব্যাপারে সাধারণ মানুষকে সচেতন করবো। আমরা বিশ্বাস করি আইন প্রয়োগ করে বাল্য বিবাহ বা নারী প্রতি সহিংসতা বন্ধ করা সম্ভব নয়। সামাজিক আন্দোলনের মাধ্যমে এ কাজটি আমাদের করতে হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com