সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:১৭ অপরাহ্ন

জয়পুরহাটে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার

জয়পুরহাট প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২৮ মার্চ, ২০২১

জয়পুরহাট সদর উপজেলার পালী আদিবাসী পাড়ার মোড় হতে শাহাপুর হাইস্কুল পর্যন্ত ১৩শ মিটার দৈর্ঘ্যরে মাটির সড়কটি এখন ধূলায় অন্ধকার। এর ফলে একদিকে যেমন আদিবাসী পাড়ায় বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্টীর মানুষেরা পড়েছেন চরম ভোগান্তিতে, অন্যদিকে ওই সড়ক দিয়ে চলাচল করতে পারছেন না বিভিন্ন গ্রাম থেকে আসা লোকজনেরা। এছাড়াও অতিরিক্ত ধূলায় আশপাশের বিভিন্ন ধরণের ফল মূলের গাছ ও ফসল নষ্ট হচ্ছে। এমন সমস্যায় আদিবাসী পাড়ার শিশু, কিশোর ও যুবকেরা স্বেচ্ছাশ্রমে পুরো সড়কে শ্যালো মেশিন দিয়ে পানি ঢালার পাশাপাশি সড়কের দুই পাশে মাটি দিয়ে ভরাটের কাজ শুরু করেছেন। শুধু মাত্র ধূলা থেকে বাঁচতে আজ সকাল থেকে তারা দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এ কাজটি চালিয়ে যাচ্ছেন। আর এ কাজটি পরিচালনা করছেন বাংলাদেশ আদিবাসী সংঘের কেন্দ্রীয় সভাপতি কার্তিক চন্দ্র সিং ও সমন্বয়ক-সংগঠক রতন কুমার সিং। সংগঠনটির সভাপতি কার্তিক চন্দ্র সিং অনেকটা আক্ষেপের সাথে জানান, জনগুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে এ অঞ্চলের কৃষকরা বিভিন্ন ধরণের ফসলাদি বেচাকেনার জন্য জামালগঞ্জ বাজারে যাতয়াত করার পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চলাচল করে থাকে। এছাড়াও এই সড়কের দুই পাশে গ্রাম গড়ে ওঠায় ধুলার যন্ত্রনায় বাসা বাড়িতে মানুষজন থাকতে পারছেন না। সংগঠনটির সমন্বয়ক-সংগঠক রতন কুমার সিং জানান, সর্বশেষ এই সড়কটি ১৯৯৩ সালে সংস্কার করা হয়েছিল। এরপর কত সরকার, ম্যাম্বার, চেয়ারম্যান গেল, কেউ খোঁজ রাখে না। অথচ আমাদের দীর্ঘ দিনের দাবী এই সড়কটি চলাচলের উপযোগী করা হচ্ছে না। তিনি আরো বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে যদি রাস্তাটি সংস্কার করা না হয়, তাহলে ভোটদান থেকে বিরত থাকবে আদিবাসী পাড়ার অন্তত ৩ হাজার ভোটার’। বর্ষার সময় এই সড়কে হাটু পর্যন্ত থাকে কাদা আর শুস্ক মৌসুমে ধুলায় অন্ধকার- এমন পরিস্থিতি নিয়ে স্থানীয় ভাদসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীন মুঠোফোনে বলেন, ‘একটা জরুরী সভায় উপস্থিত থাকায় এ বিষয়ে কথা বলতে পারছি না।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com