বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন

নাচোলে এক সাংবাদিকের ভাইকে অপহরণ করে খুঁটিতে বেঁধে নির্যাতন

সোহেল রানা নাচোল (চাঁপাইনবাবগঞ্জ)
  • আপডেট সময় রবিবার, ২৮ মার্চ, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক সাংবাদিকের ভাইকে রাতের বেলা নিজ বাড়ি থেকে অপহরণ করে খুটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। খবর পেয়ে থানাপুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নাচোল হাসপাতালে ভর্তি করেছে শাহিন আলম নামের এক যুবককে। ওই যুবক নাচোল উপজেলার পশ্চিম মির্জাপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে ও দৈনিক খবরপত্রের নাচোল প্রতিনিধি সোহেল রানার ছোট ভাই। এ বিষয়ে সাংবাদিক সোহেল রানা আজ রবিবার নাচোল থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। নাচোল থানার ওসি সেলিম রেজা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সন্ধ্যার পর নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের পশ্চিম মির্জাপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে সাংবাদিক সোহেল ও তার ছোট ভাই শাহিন আলম নিজ বাড়ির পাশে খাবার পানির পাইপ মেরামত করার সময়ে একই গ্রামের ৮/১০জন সন্ত্রাসী ওই পরিবারের উপর হামলা চালিয়ে শাহিন আলমকে তুলে নিয়ে যায়। পরে সন্ত্রাসীরা মির্জাপুর বাজারের ফারুক হোসেন এর কীটনাশক দোকানের সামনে পিলারের সাথে বেঁধে রেখে শারিরিক নির্যাতন করে। খবর পেয়ে থানা পুলিশ শাহিন আলমকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থকেন্দ্রে ভর্তি করে। এ ব্যাপারে শাহিন আলমের বড়ভাই সাংবাদিক সোহেল রানা বাদি হয়ে রবিবার দুপুরে একটি অভিযোগ নাচোল থানায় দাখিল করেছেন। এ বিষয়ে নাচোল থানার ওসি মো. সেলিম রেজা বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com