বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন

পাবনার সাঁথিয়ায় আ’লীগের দু’গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১ আহত ৪

মোবারক বিশ্বাস পাবনা :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

পাবনার সাঁথিয়ায় আ’লীগের দু’গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত ও ৪জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার গৌরিগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ পূর্বপাড়া গ্রামে। নিহত ব্যক্তি আলহাজ¦ শেখ (২৪)ঘুঘুদহ গ্রামের মানিক শেখের ছেলে। আহতরা হচ্ছেন, নিহতের ভাই জেল হক শেখ(২০), একই গ্রামের মতিউর রহমান(৩০), রবিউল ইসলাম(২৫), আব্দুল বাতেন(৩৭), আব্দুল খালেক(১৯)। আহতদের সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা আশংকাজনক হওয়ায় মতিউর রহমানকে এবং লাশ দেখে স্ট্রোক করা খালেককে ও পাবনা হাসপাতলে প্রেরণ করা হয়েছে। এলাকাবাসী সুত্রে জানা গেছে গত ২৭ফেব্রুয়ারী গৌরিগ্রাম ইউনিয়ন আ’লীগের ৯নং ওয়ার্ড কাউন্সিল অনুষ্ঠিত হয়। ঘটনাস্থলে সরবেশ মোল্লা গ্রুপ ও মোসলেম মাস্টার গ্রুপের মধ্যে সংঘর্ষ ও বিশৃঙ্খলার সৃষ্টি হলে কাউন্সিল স্থগিত করা হয়। ২৯মার্চ আ’লীগ উপজেলা কার্যালয়ে বসে সরবেশ মোল্লাকে সভাপতি করে কাউন্সিলের কমিটি ঘোষণা দেয়া হয়। এ নিয়ে ঘুঘুদহ এলাকায় দু’গ্রুপের মধ্যে উত্তেজনা চলতে থাকে। এরই জেরে বৃহস্পতিবার বিভিন্ন অজুহাতে দুগ্রুুপ দেশীয় অস্ত্রে সজি¦ত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে অস্ত্রাঘাতে গুরুতর আহত আলহাজ¦ শেখকে সাঁথিয়া হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিসক তাকে মৃত ঘোষণা করেন। এএসপি সার্কেল জিল্লর রহমান ও সাঁথিয়া থানা অফিসার ইনচার্জ(ওসি)আসিক মোহাঃ সিদ্দিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষে ব্যবহৃত লাঠি, ফালা, তীর-ধনুকসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেন। এসসপি সার্কেল জানান,নিজেদের অভ্যন্তরীন নেতৃত্বের কোন্দলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। মামলার প্রক্রিয়া চলছে। জিজ্ঞাসাবাদের জন্য ১৩জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতয়েন করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com