পটুয়াখালী গলাচিপায় করোনা ভাইরাস ২য় পর্যায় সংক্রমণ মোকাবেলায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এর যৌথ উদ্যোগে শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ ও উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার এর নেতৃত্বে সাপ্তাহিক শনিবার হাটে গলাচিপা পৌরসভার পৌরমঞ্চ, মাছ বাজার, সদর রোড, খেয়াঘাট, লঞ্চ ঘাট, আড়ৎ পট্টি, পান বাজার, কাঁচা বাজারসহ বিভিন্ন পরিবহণ স্ট্যান্ডে মাইকিং করে জনসচেতনতা এবং মাস্ক বিতরণ করাহয়। সরকারের নির্দেশ মোতাবেক উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ চেয়ারম্যান গণমাধ্যম কর্মীদের নিয়ে সারা শহরের প্রচার অভিজান ও মাস্ক বিতরণ করেন। উপজেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তীতে জনসাধারণ ও ব্যাবসায়ীদেরকে মাইকিং করে, স্বাস্থবিধি মেনে, গণ সমাগম থেকে দুরে ও হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক ব্যবহার করে, বাহিরে বের না হওয়ার জন্য সকলকে সতর্ক করে দেন। এছাড়া ঘোষনায় যানান যে, মাস্ক ছাড়া কোন প্রকার কাউকে শহরে প্রবেশাধিকার না করার জন্য বলা হয়েছে। এবং মোবাইল কোর্ট এর মাধ্যমে অর্থ জরিমানা শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হবে বলে গণ-বিজ্ঞপ্তিতে জানায়। প্রচারে প্রেস ক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটন, বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।