কুড়িগ্রামের রৌমারীতে টেন্ডারকৃত সড়কের উন্নয়ন কাজে ঠিকাদারের অবহেলায় ব্যহত হচ্ছে উন্নয়ন কাজ। ফলে জনদূর্ভোগ চরমে উঠেছে। মেসার্স হামিদ ট্রেডার্স টেন্ডারে মাধ্যমে সড়ক রক্ষণা-বেক্ষণ ও গ্রামীন সংযোগ সড়কের উন্নতি প্রকল্পের আওতায় কাজ পেয়ে অবহেলায় কাজের ধীরগতি। বর্ষার আগে কাজ শেষ করতে না পারলে দুর্ভোগে পড়বে জনগণ। রৌমারী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০১৯-২০২০ইং অর্থ বছরের সড়ক রক্ষণা-বেক্ষণ প্রকল্পের আওতায় গ্রামীণ সড়ক সংযোগ উন্নতি প্রকল্প বরাদ্দের ১০ কোটি টাকা ব্যায়ে দাঁতভাঙ্গা ভায়া বাইটকামারী হয়ে রৌমারী কলেজ পাড়া (স্লুইজগেট) পর্যন্ত ১৪ কিলোমিটার সড়কের মেরামতের কাজ পায় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স হামিদ ট্রেডার্স। প্রতিষ্ঠানটি কাজ শুরু করে ঠিকই কিন্তু কাজের গতি এতটাই ধীরগতি যে সঠিক সময়ে কাজ শেষ হবে না বলে মনে করছেন এলাকাবাসী। ফলে জনদুর্ভোগে পড়বে এলাকার মানুষ। বন্দবেড় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদের ক্ষোভ প্রকাশ করে বলেন, এই ঠিকাদারী প্রতিষ্ঠান হামিদ ট্রেডার্স এ কাজটি পেয়েছে, তার কাজের কোন অগ্রতি নেই। দ্রুত কাজ শেষ করতে না পারলে বর্ষা মৌসুমে কাজ বন্ধ রাখবে এবং বর্ষার পানিতে রাস্তার স্লোপের মাটি সরে গিয়ে ভেঙ্গে যাবে রাস্তা। তাতে ক্ষতি হবে এলাকার মানুষের, অপচয় হবে সরকারের অর্থ। দুর্ভোগে পড়বে জনগণ। দাঁতভাঙ্গা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বলেন, দাঁতভাঙ্গা হতে বাইটকামারী হয়ে রৌমারী কলেজ পাড়া পর্যন্ত সড়কটি তিনটি ইউনিয়নের প্রধান সড়ক। প্রতিদিন হাজার হাজার মানুষ উপজেলা সদরে কাজে আসতে চরম ভোগান্তির স্বীকার হচ্ছেন। রাস্তায় চলাচলে ভোগান্তির কারনে প্রতিনিয়ত জনপ্রতিনিধিদের দোষারোপ করছেন। পাশাপাশি সরকারের ভাবমূর্তি ক্ষুণœ হচ্ছে। বর্ষার আগে কাজ শেষ করতে না পারলে ভোগান্তিতে পড়বে এলাকার মানুষ। উপজেলা প্রশাসনের মাধ্যমে দ্রুত কাজ করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এবিষয়ে মেসার্স হামিদ ট্রেডার্সের সত্বাধিকারি আব্দুল হামিদের সাথে মোবাইলে কথা হলে তিনি বলেন, আমি কাজ শুরু করেছি যত তারাতারি পারি বর্ষার আগেই মোটামোটি ভাবে কাজ গুছিয়ে নেয়ার চেষ্টা করছি। রৌমারী উপজেলা প্রকৌশলী আব্দুল জলিল বলেন, দ্রুত কাজ করে নেয়ার জন্য জেলা নির্বাহী প্রকৌশলীকে জানিয়েছি। তিনি তাকে দ্রুত কাজ শেষ করার জন্য নোটিশ দিয়েছেন। আমি তার সাথে দেখা করে কাজটি দ্রুত শেষ করার জন্য অনুরোধ করেছি। এবং বর্ষার আগেই কাজ শেষ করবে বলে সে আশ্বাস দিয়েছে।