রবিবার, ৩০ জুন ২০২৪, ০২:২২ অপরাহ্ন

গোপালপুরে মাস্ক না পরায় জরিমানা

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ৩ এপ্রিল, ২০২১

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকারি নির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে টাঙ্গাইলের গোপালপুরে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় মাস্কবিহীন ঘোরাফেরা এবং স্বাস্থ্যবিধি না মানায় চারজনকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুরে পৌরশহরের কোনাবাড়ী বাজার ও নন্দনপুর বাসষ্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ মল্লিক। অভিযান পরিচালনার সময় অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) আমির খসরু, পৌরমেয়র রকিবুল হক ছানা, সংবাদকর্মী কেএম মিঠু ও মুহাম্মদ সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় জনসচেতনতার জন্য প্রশাসনের পক্ষ থেকে মাস্কবিহীন বিভিন্ন শ্রেণিপেশার নাগরিক, পথচারী ও ব্যবসায়ীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com