শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিডস ক্রিয়েশন টিভিতে চলছে শিশুদের নিয়ে কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস’ মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে : নজরুল ইসলাম একাত্তরে আ’লীগ মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়েছিল, চব্বিশেও তাই করেছে : মঈন খান ১৮,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন জাতীয় ঐক্য গড়তে বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক বিধবংসী আগুন তুরস্কের রিসোর্টে, নিহত কমপক্ষে ৬৬ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, সংবিধানের বিপরীতে হাঁটছেন ট্রাম্প ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে ভ্যাট বাড়ছে না ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস

হাটহাজারীতে প্রবাসীর সীমানা প্রাচীর ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ, থানায় মামলা দায়ের

মাহমুদ আল আজাদ হাটহাজারী (চট্টগ্রাম) :
  • আপডেট সময় শনিবার, ৩ এপ্রিল, ২০২১

হাটহাজারীতে প্রবাসীর পাকা সীমানা প্রাচীর ভেঙ্গে দিয়েছে স্থানীয় প্রতিপক্ষের বিরোদ্ধে। গত ২৪ মার্চ বুধবার দিবাগত রাত ৩টার দিকে ২৫/৩০ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে মির্জাপুর ইউনিয়ন এলাকার খলিফা পাড়ায় প্রবাসী মোঃ ইউনুস এর নিজস্ব জায়গার নির্মিত ইটের সীমানা প্রাচীর ভেঙ্গে গুড়িয়ে দেয়। ৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন এই প্রবাসী। তিনি দীর্ঘদিন প্রবাসে থাকায় স্থানীয় সুজন ও তার বাবা জুলফিকার গংদের এ সম্পত্তির উপর নজর পড়ে। অবৈধ ভাবে দখল করতে মরিয়া হয়ে উঠেছে প্রতিপক্ষ সুজন গং। এ নিয়ে হাটহাজারী মডেল থানায় প্রবাসী ইউনুস বাদি হয়ে তিন জনের নাম উল্লেখ করে মামলা রুজু করেন। এদিকে মামলা রুজুর পর থেকে বাদিকে উল্টো হুমকি প্রদান করছে বলেও প্রবাসী সাংবাদিকদের জানান। তিনি তার পরিবার নিয়ে আতংকে ও নিরাপত্তাহীনতায় ভোগছে। মামলার সুত্র ও স্থানীয় প্রত্যক্ষদর্শী বরাত জানা যায়, স্থানীয় প্রবাসী ইউনুসের খরিদাসুত্রে জায়গার উপর ইট দিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করেন। গত ২৪ তারিখ গভীর রাতে প্রতিপক্ষ সুজন গং একদল সন্ত্রাসী বাহীনি নিয়ে এলাকার বিভিন্ন ঘরের দরজার বাইরে তালা মেরে দেয়। বৈদ্যুতিক বাল্ব খুলে বিদ্যুত সংযোগ বন্ধ করে সীমানা প্রাচীর ভেঙ্গে গুড়িয়ে দেয়। এ বিষয়ে ভোক্তভোগী প্রবাসী ইউনুস জানান, আমার খরিদাসুত্রে জায়গার উপরে দেয়াল নির্মান করেছি । স্থানীয় সুজনের বাবা জুলফিকার দীর্ঘদিন ধরে আমার সম্পত্তি দখল করতে বিভিন্ন কৌশল করতেছে। তাদের কোন জায়গা এখানে নেয়। জোরপূর্বক অবৈধ ভাবে আমার সম্পত্তি দখল করতে সন্ত্রাসী এনে তান্ডব চালিয়ে আমার নির্মিত দেয়ালগুলো ভেঙ্গে গুড়িয়ে দেয়।এতে আমার প্রায় ৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। এদিকে অভিযুক্ত সুজনের কাছ থেকে মুঠোফোনে জানতে চাইলে প্রতিবেদককে বলেন,আমরা কোন দেয়াল ভেঙ্গে দেয়নি। সে নিজেই আমাদের ফাঁসাতে দেয়াল ভেঙ্গে দিয়েছে। আমাদের ২ দাগের জায়গা তার জায়গার মধ্যে রয়েছে। আমরা সে সম্পত্তির দাবি করলে আমাদের উপর ক্ষিপ্ত হয়ে এ কান্ড ঘটিয়েছে। হাটহাজারীতে হেফাজত পুলিশের সংঘষের কারনে থানায় মামলা রুজু করতে দেরী হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com