রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:০১ পূর্বাহ্ন

ভারত থেকে ১৭৭ টি পণ্যবাহী ওয়াগন এসেছে হিলি রেলস্টেশনে

মোসলেম উদ্দিন হিলি (দিনাজপুর) :
  • আপডেট সময় রবিবার, ১১ এপ্রিল, ২০২১

মার্চ মাসে ভারত থেকে ১৭৭ টি ওয়াগনে ১০ হাজার ৪৩২ মেট্রিকটন চাল ও গম এসে পৌঁছিয়েছে দিনাজপুরের হিলি রেলস্টেশনে। আর তা থেকে সরকার (ভাড়া বাবদ) রাজস্ব পেয়েছেন ৪৫ লাখ ৯১ হাজার ১৪৮ টাকা। রবিবার (১১ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি রেলস্টেশন মাস্টার তপন কুমার চক্রবর্তী। তিনি জানান, গত মার্চ মাসে ভারত থেকে বেনাপোল, দর্শনা ও বিরল দিয়ে রেলপথে ১৭৭ টি ওয়াগনে ১০ হাজার ৪৩২ মেট্রিকটন চাল ও গম আমদানি হয়েছে। যা থেকে ভাড়া এসেছে ৪৫ লাখ ৯১ হাজার ১৪৮ টাকা। তিনি আরও জানান ১১৪ টি ওয়াগনে ৬ হাজার ৭২৬ মেট্রিকটন গম আমদানি হয়েছে। ভাড়া আদায় হয়েছে ২৫ লাখ ৯৩ হাজার ৩০৭ টাকা। আবার ৬৩ টি ওয়াগনে ৩ হাজার ৭০৬ মেট্রিকটন চাল আমদানি হয়েছে। তা থেকে ভাড়া আদায় হয়েছে ১৯ লাখ ৯৭ হাজার ৮৪১ টাকা। ভারত থেকে এই হিলি রেলস্টেশনে চাল,গম আমদানি স্বাভাবিক রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com