হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক এবং খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হককে নারীসহ আটকের ঘটনায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে ভাঙচুর ও মহাসড়কে নাশকতার মামলার প্রধান আসামিসহ দলটির চার নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। ১২ এপ্রিল (সোমবার) দুপুরে নারায়ণগঞ্জ আদমজী ক্যাম্প র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্ণেল খন্দকার সাইফুল আলমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। গ্রেফতারকৃতরা হলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ সোনারগাঁও শাখার আমির ও মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের ইমাম মাওলানা মহিউদ্দিন খাঁন ও উপজেলা খেলাফত মজলিশের সভাপতি সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের ইমাম ও মামলার প্রধান আসামী মাওলানা ইকবাল হোসেন, উপজেলা হেফাজতে ইসলামের সেক্রেটারি শাহাজাহান শিবলী(৪৩) ও উপজেলা হেফাজতে ইসলামের সহসভাপতি মোয়াজ্জেমসহ(৪৯)। ১১ এপ্রিল রোববার দুপুরে রাজধানীর জুরাইন এলাকার একটি মসজিদ থেকে মাওলানা মহিউদ্দিন খাঁন ও মাওলানা ইকবাল হোসেন ও তার দুই সহযোগীসহ ৪ জন গ্রেফতার করা হয়েছে। মাওলানা মহিউদ্দিন খাঁন, মাওলানা ইকবাল হোসেন ও হামছাদি মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাহজাহান শিবলী ঢাকার জুরাইন মসজিদে তাদের মামলার জামিন সংক্রান্ত বিষয়ে এক মাওলানার সঙ্গে কথা বলতে যান। এর কিছুক্ষণ পর আইন শৃঙ্খলা বাহিনী তাদের মসজিদটিকে ঘিরে ফেলে। বর্তমানে গ্রেফতারকৃতরা র্যাব-১১ এর হেফাজতে রয়েছেন।