বাগেরহাটের মোরেলগঞ্জে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হামলায় জিউধরা ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর বাদশা সহ ১৫ জন আহতের ঘটনায় দায়েরকৃত মামলার ১৩ আসামী গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯ টার দিকে প্রাইভেট গাড়িতে পালিয়ে যাবার সময় মোরেলগঞ্জ থানা পুলিশ ফেরিঘাট থেকে তাদের গ্রেফতার করেছে। আটকৃতরা হল, জাহিদুল ইসলাম(৪৮), মাসুদ রানা(৪০),সেলিম শেখ(৫১), সাবু খলিফা(৪৫), হাসান হাওলাদর(৩২), আবিদ হাসান মধু(৩৫), স্বপন হাওলাদার(৩৫), মনির শেখ(৩৫), আনোয়ার শেখ(৩৫), বাবু চৌকিদার(৩০), ফয়সাল শেখ(৩০), বাবুল ফরাজি(৪৫), রাজীব হাওলদার(২৭)। মোরেলগঞ্জ থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, জিউধরা ইউনিয়নে সরকারি চাল বিতরণের সময় হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় ১৩ আসামীকে আটক করা হয়েছে। উল্লেখ্য, রোববার দুপুরের দিকে জিউধরা ইউনিয়নের ডেউয়াতলা বাজারে ১০ টাকা কেজি দরের সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রম চলছিলো। বর্তমান ইউনিয়ন চেয়ারম্যান ও স্থগিত থাকা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী জাহাঙ্গীর আলম বাদশার উপস্থিতিতে চাল বিতরণের সময় বিদ্রোহী প্রার্থীর মিজানুর রহমান সমর্থকরা হামলা ও ইট পাটকেল নিক্ষেপ করতে শুরু করে। হামলায় চেয়ারম্যান জাহাঙ্গীর বাদশা সহ চাল গ্রহনকারী সুবিধাভোগীসহ আহত হন কম পক্ষে ১৫ জন। আহতদের মধ্যে আহত মিঠু রানীর(৩৬), অন্তঃস্বত্তা গৃহবধূ লিপি আক্তার(৩০), নাদিরা বেগম(৪০), ঊষা রানী বিশ্বাস(৬৫), ইলিয়াস হাওলাদার, ইসাহাক হাওলাদারকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর বাদশা বাদী হয়ে বিদ্রোহী প্রার্থীর মিজানুর রহমান ও সাবেকে চেয়ারম্যান হাবিবুর রহমানের পুত্র হাসিবুর রহমান সহ নামীয় ১৮ জন ও অজ্ঞাত ২৮/৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।