বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন

জাপানি বিজ্ঞানীর দাবি ইজরায়েলের ল্যাবরেটরিতে করোনা ভাইরাস তৈরি করা

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৭ এপ্রিল, ২০২১

করোনা নিয়ে নিরন্তর পরীক্ষা নিরিক্ষার পর সামনে আসছে নতুন নতুন তথ্য। এবার যে তথ্য সামনে এসেছে তা পড়লে আপনার রীতিমত চোখ কপালে উঠবে। জাপানের প্রখ্যাত ফিজিশিয়ান তথা ২০১৮-র নোবেলজয়ী বিজ্ঞানী ডঃ তাসুকু হনজো গবেষণা চালিয়ে জানিয়েছেন , করোনা ভাইরাসের চরিত্র আর সাধারণ ভাইরাসের মত সহজ-সরল নয়। তাঁর মতে , এটির চরিত্র যদি এতটাই সহজ-স্বাভাবিক হত তাহলে গোটা বিশ্বে এটি তার প্রভাব বিস্তার করতে পারতে না। কারণ ভাইরাসের চরিত্র নির্ভর করে প্রকৃতির ওপর। আমরা দেশে বিশ্বের বিভিন্ন প্রান্তের তাপমাত্রা সমান নয়। কোথাও গরম তো কোথাও ঠা-া। যদি এটির চরিত্র অন্যান্য ভাইরাসের মত হত তাহলে এটি একই তাপমাত্রার দেশগুলিতেই থাবা বসাত।

কিন্তু করোনার প্রকোপ সুইজারল্যান্ডেও যেমন দেখা গেছে, তেমনই এটি যে কোনও মরুভূমি অ লেও মানুষকে আক্রমণ করেছে। বলে রাখা ভাল, বিজ্ঞানী তাসুকু হনজো প্রাণী এবং ভাইরাসের চরিত্র নিয়ে গত ৪০ বছর ধরে গবেষণা চালিয়ে যাচ্ছেন। তাঁর মতে, করোনা নিজে থেকে তৈরি হয়নি, এটিকে সৃষ্টি করা হয়েছে কৃত্রিম পরিবেশে। বিজ্ঞানী তাসুকু জানিয়েছেন, তিনি ইজরায়েলে ৪ বছর গবেষমা করেছেন। সেখানে দেখেছেন কিভাবে গবেষণাগারে কৃত্রিম উপায়ে ভাইরাস তৈরি করা হয়ে থাকে। করোনা ছড়িয়ে পড়ার পর তিনি ইজরায়েলের এই গবেষণাগারে ফোন করে তথ্য জানার চেষ্টা করেছিলেন কিন্তু আশ্চর্যজনকভাবে গত তিনমাস ধরে তাঁদের ফোনে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে বিজ্ঞানী তাসুকু। তাঁর মতে, মাটির তলায় এইধরণের পরীক্ষা নিরন্তর চলছে তাদের সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগ নিষিদ্ধ । শুধু তাই নয়, ডঃ তাসুকুর মতে, তিনি ১০০ শতাংশ নিশ্চিত যে, ইজরায়েলের ল্যাবরেটরিতেই করোনা ভাইরাস তৈরি করা হয়েছে। সবশেষে নিজের বক্তব্যে অনড় থেকে বিজ্ঞানী তাসুকুর দাবি, যদি তাঁর গবেষণা ভুল হয় , তাহলে তাঁর নোবেল পুরস্কার তিনি ফিরিয়ে দিতে প্রস্তুত। একদিন সত্য সামনে আসবে বলে আশাবাদী জাপানের এই নোবেলজয়ী বিজ্ঞানী ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com