কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে করোনা সংক্রমন রোধে সর্বান্তক লকডাউন কার্যকরে কাজ করছে ঈদগাঁও থানা পুলিশ। রবিবার (১৮এপ্রিল) দুপুর সাড়ে বারোটায় ঈদগাও বাসষ্টেশন ও বাজারে লকডাউন কার্যকরে কাজ করছে পুলিশ। জানাযায়, ঈদগাও থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিমের নির্দেশে এস আই রেজাউল করিম ও এস আই মামুনের নেতৃত্বে পুলিশ দল ঈদগাও বাসষ্টেশন ও বাজারে লকডাউন কার্যকরে কাজ করে যাচ্ছে। বাস স্টেশনস্থ মহাসড়ক ও বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ও গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলো কাঠ দিয়ে ব্রিকেট দিয়ে জন ও যান চলাচল বন্ধ করে দিয়েছে। বাসষ্টেশন হয়ে বাজারে নামতে ,বন্কিমবাজার, বাজারের দক্ষিণ পাশে ডিসি সড়কে এবং আলমছিয়া সড়কে জন ও যান চলাচলে ব্রিকেট দেয় পুলিশ ।এ ব্যাপারে এস আই রেজাউল করিমের সাথে কথা হলে জানান,জনগন সহযোগিতা করলে লকডাউন আরও কার্যকর হবে করোনার ভয়াবহতা থেকে আমরা মুক্তি পাব। সর্বাত্মক লকডাউনের আজ ৫ম দিনে ঈদগাও বাজারের খাদ্য পন্যের দোকান দোকান ছাড়া অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং জরুরি প্রয়োজন ছাড়া যান ওজন চলাচল করতে দিচ্ছে না পুলিশ