বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন

কোটালীপাড়ায় করোনা প্রতিরোধে মাস্ক, সাবান ও ব্লিচিং পাউডার বিতরণ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ১৮ এপ্রিল, ২০২১

করোনাভাইরাস প্রতিরোধে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাস্ক, সাবান ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে। রোববার আতমলী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এলজিএসপি-৩ এর অর্থায়নে এসব মাস্ক, সাবান ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়। আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হান্নান শেখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউনিয়নটির ৯টি ওয়ার্ডে এসব মাস্ক, সাবান ও ব্লিচিং পাউডার বিতরণ করেন। এ সময় উপজেলা শিক্ষা অফিসার অরুন ঢালী, এলজিএসপি-৩ প্রকল্পের সভাপতি রেবেকা বেগম, ইউপি সদস্য অনিক মিয়া, আবুল কালাম আজাদ, কাকন মৃধা, স্বপ্না আক্তার মিলি, বিভাষ বিশ^াস, আব্দুল আজিজসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হান্নান শেখ বলেন, করোনাভাইরাস প্রতিরোধে এলজিএসপি-৩ এর অর্থায়নে আজ আমরা ইউনিয়নটির ৯টি ওয়ার্ডের দরিদ্র জনসাধারণের মাঝে মাস্ক, সাবান ও ব্লিচিং পাউডার বিতরণ করেছি। এ ছাড়াও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে গত এক বছর ধরে দরিদ্র জনসাধারণের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে আসছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com