ময়মনসিংহের ভালুকায় ভরাডোবা-ঘাটাইল সড়কের উপর ৫/৭টা বাসাবাড়ির ও বাথরুমের পানি ও দয়য়া পাল্লার পানির লাইন ছেড়ে দিয়েছেন, বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে। উপজেলার মেদুয়ারী ইউনিয়নের নিঝুরী বুটবাজার জি টি এল ফ্যাক্টরি সামনে। মো. মোস্তফা সাবেক মেম্বার, মো.আতাউর রহমান আতা, উজ্জল মৌলাসহ ৫/৭টা বাসার পানি নামছে। বৃহস্পতিবার ২২ই, এপ্রিল সরজমিন গিয়ে দোকানদার ও পথচারীদের সাথে কথা বললে জানা যায়। রাস্তায় পানি গুলো নামছে বাসাবাড়ি থেকে। ওই বাসাবাড়ির মালিকদের কে বার বার বলা হলেও তারা কোন ব্যবস্থা নিচ্ছেন না এবং এ ব্যাপারে তারা কোন কর্ণপাতই করছেন না বলেও জানান তারা। তবে বিশ্বের জনদের অভিমত রাস্তার দু’পাশে ডেইন করা যদি, থাকতো তাহলে হয়তো রাস্তার উপরে পানি গড়িয়ে যেত না। কিন্তুু রাস্তার এক’পাশে ডেইন করা আছে, তবে ডেইন ভর্তি ময়লা-আবর্জনায় ভরে রয়েছে। ওই নোংরা পানি রাস্তায় গড়িয়ে যাচ্ছেন এতে বাথরুমসহ বাসাবাড়ির দয়য়া পাল্লার পানি রাস্তায় গড়িয়ে যাওয়া, গাড়ি চলাচলে পথচারীদের শরীরে পানি ছিটকে যাচ্ছে। তাতে পথচারীদের গায়ে ছিটকে যাওয়াতে,পথচারীরা গায় বাঁচাতে গিয়ে দৌড়াদৌড়ি করতে থাকেন। তাতে দুর্ঘটনার সম্মুখীন প্রতিমুহূর্তেই হতে পারে। তাছাড়া রাস্তার দু’পাশের শতাধিক দোকানদের অভিযোগ তাদের দোকানে লোকজন আসতে পারছেনা এবং কি ওই পানির দুর্গন্ধে তাদের দোকানে বসে থাকতেও পারছে না তারা। এ বিষয়ে মোবাইল বিকাশ ব্যবসায়ী স্বপন মোল্লা, মোদি ব্যবসায়ী রিয়েল, মোফাজ্জল হোসেন, স্বর্ণ ব্যবসায়ী লিটন, মোদি দোকানী আলী হোসেনসহ শতাধিক দোকানদার জানান, বাসাবাড়ির দয়য়া পাল্লা ও বাথরুমের পানিসহ রাস্তার উপর ছেড়ে দেওয়ায় আমাদের দোকানে লোকজন আসতে পারেনা। এমনকি সড়কে গাড়ি চলাচলেকালীন পচা পানি পথচারীদের গায়ে ছিটকে যায়, এমনকি দুর্গন্ধে অতিষ্ঠ একটু রিল শ্রমিকরা। এব্যাপারে বাসার মালিক আদম ব্যবসায়ী মো.আতাউর রহমান (আতা) জানান, এ পানি বিভিন্ন বাসা থেকেই নামছে, আমার একা বাসা থেকে নয়, তাদেরকে বলা হয়েছে তারা এগিয়ে আসছেনা আমি একা কি করবো। এব্যাপারে বাজার কমিটির সভাপতি লুৎফর রহমান জানান, এ বিষয়টি জানা নাই। তাছাড়া কোন দোকানদার জানাননি। তবে জানতে যেহেতু পেরেছি বাসার মালিকদের সাথে কথা বলে ব্যবস্থা নেব। উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইলে যোগাযোগ করিলে মোবাইল রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।