রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৪ অপরাহ্ন

চাঁদপুর-২ আসনের এমপি নুরুল আমিন রুহুল এর ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণ

ইসমাইল খান টিটু মতলব উত্তর :
  • আপডেট সময় শনিবার, ২৪ এপ্রিল, ২০২১

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল এর ব্যক্তিগত উদ্যোগে গরীব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলার নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এমপি নুরুল আমিন রুহুল। ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লা প্রধান, ছেঙ্গারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মোঃ জহির, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খাজা আহমেদ প্রমুখ। এসময় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফতেপুর পূর্ব ইউনিয়নের প্রায় সহস্রাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে জানা গেছে। প্রধান অতিথির বক্তব্যে এমপি নুরুল আমিন রুহুল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মহামারী দৃঢ়তার সাথে মোকাবিলা করছেন। সারাবিশ্বে যখন করোনা মহামারী তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভয়কে জয় করেছেন। জীবনের ঝূঁকি নিয়ে দেশের মানুষের জন্য কাজ করেছেন। বার বার তিনি দেশের অসহায় পরিবারের জন্য বরাদ্দ দিচ্ছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবো। এমপি রুহুল আরো বলেন, লকডাউনের এই সময়ে নিম্ন আয়ের মানুষের রোজগার বন্ধ প্রায়। এই দুর্যোগকালীন সময়ে অসহায়দের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সরকার ও জনপ্রতিনিধিদের পাশপাশি যারা সমাজে ধনাঢ্য ব্যক্তি রয়েছেন তাদেরকেও অসহায়দের পাশে দাড়ান তাহলে আমাদের দেশের অসহায় পরিবারগুলো একটু সচল হবে। সেক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে। মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেরীবাঁদের কথা তুলে ধরে তিনি বলেন, ৬৪ কিলোমিটারের এই বেরীবাঁধটির ভিতরে প্রায় ৭ লাখ মানুষের বসবাস। সামনে বর্ষাকাল, তাই বাঁধ যাতে ঝুঁকি না থাকে আগে থেকেই মেরামতের কাজ করতে হবে। সেলক্ষ্যে সরকারের একটি বিশেষ বরাদ্দ প্রয়োজন। এ ব্যাপারে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃর্ষ্টি আকর্ষণ করছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com