বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৫:১৪ অপরাহ্ন

সোনাগাজীতে এলজি ও গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ২৪ এপ্রিল, ২০২১

সোনাগাজীতে দেশীয় অস্ত্র এলজি ও গুলিসহ মোঃ হানিফ রোমন(২৯) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৪ এপ্রিল) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় ফেনীস্থ র‌্যাব-৭ । শুক্রবার (২৩ এপ্রিল) রাতে উপজেলার কুটির হাট বাজারস্থ বোর্ড অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রোমন একই উপজেলার বাদুরিয়া গ্রামের সাহবুদ্দিনের ছেলে। এসময় তার কাছ থেকে ০১ টি দেশীয় অস্ত্র এলজি নামক বন্দুক, ০৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। ফেনীস্থ র‌্যাব-৭’র কোম্পানী অধিনায়ক মোঃ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক ও সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত রয়েছে। এঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উদ্ধারকৃত অস্ত্রসহ তাকে সোনাগাজী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com