শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৪:৫৩ অপরাহ্ন

চীনের নেতৃত্বাধীন ভ্যাকসিন জোটের বৈঠক

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১

ভারতকেও আমন্ত্রণ জানানো হয়েছে

চীনের নেতৃত্বাধীন ভ্যাকসিন স্টোরেজ প্ল্যাটফর্মে যোগ দিতে ভারতকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। গতকাল মঙ্গলবার দুপুরে জোটবদ্ধ দক্ষিণ এশিয়ার ৬টি দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। মন্ত্রী বলেন, চীনের নেতৃত্বে ‘ইমার্জেন্সি ভ্যাকসিন স্টোরেজ ফ্যাসিলিটি ফর কোভিড ফর সাউথ এশিয়া’ জোটে বাংলাদেশ যোগ দিচ্ছে। সেখানে ভারতকেও আমন্ত্রণ জানানো হয়েছে। মন্ত্রী আরও বলেন, যখন কোনো দেশের টিকা প্রয়োজন হবে তখন তারা এই সুবিধা থেকে সাহায্য নিবেন। তাছাড়া তারা তিনটি সুবিধা দেবে। একটি হচ্ছে- পোস্ট কোভিড প্রোভার্টি অভিযোগ। দ্বিতীয়ত, করোনার কারণে দেশে দেশে যে দারিদ্র বাড়ছে তারা সেটা জানতে চায়।
আর দারিদ্র যেন না বাড়ে সে বিষয়ে কাজ করতে চায়। তৃতীয়ত, করোনার কারণে সরাসরি বিক্রয় করতে না পারার কারণে তারা ই-কমার্স চালু করতে চায়। পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনাকালে এক দেশ আরেক দেশকে সাহায্য ও সহযোগিতা করবে এটার ওপর এই ৬টি দেশ জোর দিয়েছে। বাংলাদেশের মঙ্গলের জন্য যা যা করা দরকার সব করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com