নীলফামারীর ডোমারে এক গৃহবধুকে পিটিয়ে জখম করে, বাড়িঘর ভাংচুরের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার গোমনাতী ইউনিয়নের উত্তর আমবাড়ী প্রামানিক পাড়া গ্রামে। ডোমার থানা মামলা সুত্রে জানাযায়, উক্ত গ্রামের মনছুর আলীর ছেলে তহিদার রহমানের সাথে প্রতিবেশী মৃত মজির উদ্দিনের ছেলে জাকারিয়া দুলুর পরিবারের সাথে দীর্ঘদিন যাবত পারিবারিক বিষয় নিয়া দ্বন্দ চলে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১৬/০৪/২০২১ইং তারিখে দুপুরে পারিবারিক বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে ঝগড়া বিবাদ হয়। এরই পরিপ্রেক্ষিতে জাকারিয়া দুলু তার স্ত্রী লাইজা বেগম নাজিমা ও তার ছেলে নাঈম লাঠি শোটা নিয়ে তহিদারের বাড়িতে হামলা চালায় এবং ঘরের চাটি বেড়া ভাংচুর করে বলে অভিযোগ উঠেছে। এ সময় তহিদারের স্ত্রী শেফালী বেগম (৪৫) তাদের বাঁধা নিষেধ করতে গেলে জাকারিয়া দুলু তার স্ত্রী লাইজা বেগম নাজিমা ও তার ছেলে নাঈম জোট বেঁধে শেফালী বেগমকে বেধরক মারপিট করে। তাদের আঘাতে ফলে শেফালী বেগম অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। প্রতিবেশীরা এগিয়ে গিয়ে প্রতিপক্ষের কবল হতে শেফালী বেগমকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করে। এ বিষয়ে শেফালী বেগমের ছেলে জুয়েল ইসলাম জাকারিয়া দুলু তার স্ত্রী লাইজা বেগম নাজিমা ও তার ছেলে নাঈকে আসামী করে ডোমার থানায় মামলা নং-১২, তারিখ-২৩/০৪/২০২১ইং দায়ের করে। এ বিষয়ে ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। মামলাটি এসআই ঠাকুর দাসকে দায়ীত্ব দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।