রংপুরের পীরগাছা উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে উপজেলার কল্যানী ইউনিয়নের কৃষকদের ধান কেটে দিলেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ কল্যানী ইউনিয়ন শাখা। লকডাউনের কারণে শ্রমিক সংকটের কারনে রংপুরের পীরগাছা উপজেলার কৃষকদের ধান কাটে দেওয়ার পরিকল্পনা গ্রহন করেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ পীরগাছা উপজেলা শাখা।কল্যানী ইউনিয়নের বিহারী মৌজার মাগুড়া গ্রামের মোঃ শাহাজাহান চৌধুরী’র ৪০ শতাংশ জমির ধান কেটে দেওয়ার মাধ্যমে ধান কাটা কর্মসূচির আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু তালহা বিপ্লব, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম সুইট, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের রংপুর জেলা শাখার সভাপতি মোঃ মারুফ হাসান, সহ সভাপতি নেওয়াজ শরীফ খাঁন, পীরগাছা উপজেলা শাখার যুগ্ম আহবায়ক আরিফুল হক রাব্বি, যুগ্ম আহবায়ক কামাল চৌধুরী, কল্যাণী ইউনিয়ন শাখার সভাপতি মেহেদী হাসান সেতু সাধারণ সম্পাদক মাসুদ ইসলাম সহ শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ২নং পারুল এবং ছাওলা ইউনিয়নের নেতা কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। কৃষক মোঃ শাহাজাহান চৌধুরী বলেন, করোনা ভাইরাসের কারনে বর্তমানে কৃষক পাওয়া যায় না, ঠিক এই মহুতে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ছেলে গুলো ধান কেটে দিয়ে আমার অনেক উপকার করলেন। পীরগাছা উপজেলা শাখার আহবায়ক শাহ মোঃ শারেখ খন্দকার জয় বলেন, দুর্যোগ -দুঃসময়ে সবসময় সাধারণ মানুষের পাশে ছিল শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ , আছে এবং থাকবে। কৃষকরা যখন ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন তখন প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষকদের জমির ধান কাটা শুরু করেছেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ পীরগাছা উপজেলা শাখা। আমার এই কার্যক্রম ধারাবাহিক ভাবে চালু রাখবো।