সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৫৮ অপরাহ্ন

কর্মহীন ও হতদরিদ্রদের পাশে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলি

এম কে মনির সীতাকুন্ড
  • আপডেট সময় শনিবার, ৮ মে, ২০২১

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত জনজীবন। সংক্রমণ ঠেকাতে জনসাধারণের স্বাভাবিক চলাফেরায় বিধি নিষেধ কয়েক দফায় বাড়িয়েছেন সরকার। গণপরিবহন বন্ধ ও জীবনযাত্রায় শর্তারোপ থাকায় কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে খেটে খাওয়া, নিন্ম আয় ও শ্রম শ্রেণির মানুষেরা। এমতাবস্থায় হতদরিদ্র ও দিনমজুর মানুষদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি সামর্থবান ও জনপ্রতিনিধিদের সাধ্যানুযায়ী দুঃস্থদের জন্য নগদ অর্থ ও খাদ্য সহায়তা নিয়ে পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ ও মানবিক দৃষ্টিকোণ থেকে লকডাউনে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছেন সীতাকুণ্ড উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব মহিলা লীগের সভাপতি জয়নব বিবি জলি। গত ২৭ এপ্রিল থেকে তিনি কয়েক দফায় নিজ অর্থায়নে মাদ্রাসা ও এতিমখানার ৬০ জন ছাত্রদের নিয়ে সেহেরি আয়োজন, ১৫০ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ, ২০টি পরিবারকে নিত্য প্রয়োজনীয় বাজার সামগ্রী বিতরণ, দুঃস্থদের মাঝে ১০০ টি শাড়ী, লুঙ্গী ও থ্রিপিছ বিতরণ করেন। উপজেলা ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা লকডাউনে কর্মহীন ও হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন সংকটময় এই পরিস্থিতিতে অসহায় ও দুঃস্থদের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি, বঙ্গবন্ধুর একজন সৈনিক হতে পেরে আমি গর্ববোধ করি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কাজ করতে পেরে আমি আনন্দিত। আমি ভাইস চেয়ারম্যানের দাম্ভিকতা কখনো কারো সাথে দেখিয়েছি কেউ বলতে পারবে না। জনগণকে ভালোবাসি, জনগণই আমার সব। তাদের হাসিতে আমি হাসি, তাদের কান্নায় আমার দুঃখ। মাদ্রাসার এতিম শিশুদের নিয়ে সেহেরি আয়োজন, হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার দিতে পেরে আমি সন্তুষ্ট। এটি আমার একটি ক্ষুদ্র প্রচেষ্টা। নিজের কাছে এর চেয়ে বড় তৃপ্তি আর কিছু আছে বলে মনে করিনা। উল্লেখ্য গত বছরের মার্চে সারাদেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়লে সর্বাত্মক লকডাউন ঘোষণা করে সরকার। সেই সময়ও সহস্রাধিক কর্মহীন মানুষের মাঝে ব্যক্তিগত হতবিল থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com