বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
সদরপুরে তিল চাষে কৃষকের আগ্রহ বাড়ছে ভাইস চেয়ারম্যান প্রার্থী এস এ সোহাগ মার্জিত স্বভাবের কারণে জনপ্রিয়তায় এগিয়ে টেংগারচর ইউনিয়ন পরিষদের সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম উদ্বোধন ফরিদপুরে স্থায়ী প্রশস্ত ব্রিজের দাবীতে মানববন্ধন রামগতিতে হরিনাম মহাযজ্ঞে সরকারি কর্মকর্তা-জনপ্রতিনিধিদের মিলনমেলা কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ত্রিমুখী অবস্থান প্রেমের ফাঁদে ফেলে জোরপূর্বক অন্তরঙ্গ ছবি তুলে ভাইরাল করানোর ভয় দেখিয়ে টাকা নিতো মেঘলা শিশুদের নিরাপত্তায় পুলিশ প্রশাসনের ভূমিকা শীর্ষক সভা শ্রীমঙ্গলে আগাম জাতের আনারসের বাম্পার ফলন, ন্যায্য দাম পেয়ে খুশি চাষিরা ধনবাড়ীতে ৬ ওষুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

আসামের মুখ্যমন্ত্রী হচ্ছেন হিমন্ত বিশ্বশর্মা

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৯ মে, ২০২১

কে হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী? আসামজুড়ে এটাই ছিল লাখ টাকার প্রশ্ন। শেষে শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তে আসামের মসনদের রাশ গেল হিমন্ত বিশ্বশর্মার হাতেই। রোববার সকালেই আসামের মুখ্যমন্ত্রী পদ থেকে রাজ্যপাল জগদীশ মুখীর কাছে সর্বানন্দ সোনেওয়ালের পদত্যাগপত্র জমা পড়ার পরই স্পষ্ট হয়ে গিয়েছিল আসামের ভাবী মুখ্যমন্ত্রীর নাম। বিধায়কদের নিয়মরক্ষার বৈঠকেই গেরুয়া শিবির হাইকম্যান্ডের অুমোদিত হিমন্ত বিশ্বশর্মার নামেই পড়ল আসামের মুখ্যমন্ত্রীর শিলমোহর। আজ সোমবার শপথ নেবেন আসামের পরবর্তী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
গতকাল রোববার আসামে বিজেপির বিধানসভা পরিষদের প্রধান হিসাবে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র সিং তোমর হিমন্ত বিশ্বশর্মার নাম ঘোষণা করেন। ফলাফল বেরনোর সাতদিন পর অবশেষে জল্পনার অবসান। করোনার উদ্বেগজনক পরিস্থিতি সরিয়ে উত্তর-পূর্বের নিউক্লিয়াস এতদিন দু’টি নাম নিয়ে দোলাচলে ছিল । প্রথমজন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং দ্বিতীয় উত্তর-পূর্বে গেরুয়া শিবিরের ট্রাম্প কার্ড হিমন্ত বিশ্ব শর্মা। শেষ পর্যন্ত কিস্তিমাত দিয়ে এগিয়ে গেলেন রাজ্যের সাবেক স্বাস্থ্যমন্ত্রী।
এবারের নির্বাচনে মহাজোটকে পর্যুদস্ত করে দ্বিতীয়বারের জন্য আসামে জয় পেয়েছে এনডিএ জোট। ৭৫টি আসন গিয়েছে গেরুয়া শিবিরের ঝুলিতে। কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোট থেমেছে ৫০-এ। বাকি একটি আসনে জয় পেয়েছেন জেলবন্দি নেতা অখিল গগৈ। উত্তর-পূর্বের গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটের লড়াইতে এবার মুখ্যমন্ত্রীর নাম নিয়ে উচ্চবাচ্য করেনি বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দফায় দফায় প্রচারে এলেও এবিষয়ে ছিলেন স্পিকটি নট। শেষ পর্যন্ত দক্ষ সংগঠক হিমন্ত বিশ্ব শর্মার উপরই আস্থা রাখলেন হাইকম্যান্ড। স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও হিমন্তর পরামর্শ নিয়ে থাকেন বলে শোনা যায়।
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে করোনা পরিস্থিতি মোকাবিলা করে প্রশংসিত হয়েছিলেন হিমন্ত। উল্লেখ্য, আসামের ১২৬ আসনের মধ্যে বিজেপির নেতৃত্বে এনডিএ জোট জয় পায় ৭৫টি আসনে। কংগ্রেসের মহাজোট পায় ৫০টি আসন। সূত্র: টিওআই




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com