গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাস্ক না পরে হাট বাজার, অফিস পাড়াসহ জনগুরুত্বপূর্ণ এলাকায় ঘোরা ফেরা করলেই করোনা পরীক্ষা করছে ভ্রাম্যমান আদালত। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথ ভাবে করোনা প্রতিরোধে এ উদ্যোগ গ্রহণ করেছেন। এরই ধারাবাহিকতায় বুধবার উপজেলার মহুয়ার মোড়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা কমিশনার (ভূমি) মো: মহসীন উদ্দিন মাস্ক না পরার অপরাধে ১০ জনের করোনা পরীক্ষা করান। এ জন্য প্রত্যেকের কাজ থেকে নমুনা সংগ্রহ বাবদ ৩শত টাকা করে আদায় করেন। এ ছাড়া ৭ জনকে ২ শত টাকা করে ১ হাজার ৪শত টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা কমিশনার (ভূমি) মো: মহসীন উদ্দিন বলেন, জনগন যাতে মাস্ক পরে সে জন্য আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের এ উদ্যোগ চলমান থাকবে।