সোমবার, ২০ মে ২০২৪, ১১:৩১ পূর্বাহ্ন

মার্কিন জরিপ: সংস্থা মোদির জনপ্রিয়তা কমছে

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ মে, ২০২১

করোনাভাইরাস সংক্রমণ বাড়ার সাথে সাথে ভারতে কমছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তা। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ সংস্থা মর্নিং কনসাল্টে প্রকাশিত বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের জনপ্রিয়তার বিষয়ে এক সমীক্ষায় এই তথ্য জানানো হয়। গত মঙ্গলবার মর্নিং কনসাল্টের প্রকাশিত এপ্রিল মাসের প্রতিবেদনে দেখা যায়, নরেন্দ্র মোদির জনপ্রিয়তার সূচক আগের অবস্থান থেকে ২২ পয়েন্ট কমেছে।

এই সপ্তাহে তার জনপ্রিয়তার সূচক ৬৩ ভাগ। ভারতীয় প্রধানমন্ত্রীর ২০১৯ সালে ওই সূচকে স্থান পাওয়ার পর থেকে এটিই ছিল তার নিম্নতম স্কোর। করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত রোগীদের জন্য ভারতে অক্সিজেন, হাসপাতালের শয্যাসহ যথাযথ চিকিৎসার অভাব এবং মহামারীতে মৃত্যুর মিছিল মোদির জনপ্রিয়তায় ধ্বসের কারণ বলে মনে করা হচ্ছে। সূত্র : আনন্দবাজার




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com