বঙ্গবন্ধু সিরিজে টানা দুই ম্যাচে শক্তিশালী শ্রীলংকাকে পরাজিত করে ইতিমধ্যে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। আগামীকাল শুক্রবার সিরিজের তৃতীয় ম্যাচে যদি টাইগাররা জয়লাভ করতে পারে সেই ক্ষেত্রে প্রথমবারের মতো ওয়াইটওয়াশ ও হয়ে যাবে শ্রীলন‹া। ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেটে শক্তিশালী দেশ নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, কেনিয়া, দঃ আফ্রিকা, ওঃ ইন্ডিজ কে পরাজিত করে সিরিজ জয় এবং ওয়াইটওয়াশ ও করতে সক্ষম হয়েছে। ক্রিকেটে পরাশক্তি অষ্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান ও ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিতেছে ঠিকই কিন্তু কোন সিরিজ জয় ও ওয়াইটওয়াশ করেত পারেনি এখনও বাংলাদেশ। বাংলাদেশের ধারাবাহিকতার অভাব রয়েছে ক্রিকেটসহ সকল প্রকার খেলাধুলায়। দেশের ক্রিকেট ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং প্রহর গুনছে আগামীকাল যেন টাইগাররা ভাল খেলে জয়লাভ করে শ্রীলংকাকে ওয়াইটওয়াশ করে। দলে কিছুটা পরিবর্তন আনা প্রয়োজন বলে অনেকেই মনে করেন। যেমন লিটন কুমার দাশ আট ম্যাচ খেলে করেছে মাত্র ১০৮ রান। যার গড় ১৪ এর মতো। এটা টিম ম্যানেজমেন্টের দেখা উচিৎ বলে অনেকের ধারনা। সর্বোপরি তৃতীয় ম্যাচ জিতে ওয়াইটওয়াশ করুক শ্রীলংকাকে এই প্রত্যাশা এদেশের কোটি কোটি ক্রিকেট ভক্তদের।