গাইবান্ধা’র সদর এর বোয়ালী ইউনিয়ন এর পশ্চিম পিয়ারাপুর,হরিপুর, ঘুঘুদহ,মরার বাধ,চিলার ভিটা,মধ্য রাধাকৃষ্ণপুর, রাধাকৃষ্ণপুর, চৌধরী পাড়া,মিয়াবাজার হয়ে এিমোহনী রেল স্টেশন যাওয়ার সড়কের বর্তমান হাল এটি। ইউনিয়নের অধিকাংশ সড়কই কাঁচা। দীর্ঘদিনেও সড়ক উন্নয়ন করা হয়নি। যার ফলে সামান্য বৃষ্টি হলেই কাদা মাটিতে একাকার হয়ে যায় মাটির রাস্তা। এ কারণে ভোগান্তিতে রয়েছে এই ইউনিয়নের অন্তত ৩০ হাজার মানুষ। পাকা রাস্তা না থাকায় জনবসতির শুরু থেকে অদ্যাবধি মাটির রাস্তায় চলাচল করছেন তারা। মেরামতের অভাবে তা এখন চলাচল অনুপোযোগী। মেরামত করে চলাচলের উপযোগী করে তোলার প্রত্যাশা স্থানীয়দের। ইতোপূর্বে বিষয়টি সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টিগোচর করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। অবশেষে গ্রামের একদল তরুণের উদ্যোগে বিত্তবানদের সহযোগিতায় রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করা হয়েছিল।