রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৪৮ পূর্বাহ্ন

চাটখিল পৌরসভায় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ও ট্যাংক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

হান্নান শাকুর নোয়াখালী :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১

নোয়াখালী চাটখিল পৌরসভায় ‘পরিশোধিত বিশুদ্ধ পানি পাইপলানের মাধ্যমে সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনা বহুমূখী’ প্রকল্পের প্রথম ধাপে ‘গ্রাউন্ড ওয়াটার ট্রিটম্যান্ট প্ল্যান্ট ও ওভার হেড ট্যাংক’ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন নোয়াখালী-০১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ.এম ইব্রাহীম। বৃহস্পতিবার বেলা ১১টায় চাটখিল উত্তর শ্রীনগর ধলাপোল সংলগ্ন প্রকল্পের ৬১ শতক জমিতে উক্ত কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। চাটখিল পৌরসভার মেয়র মো.নিজাম উদ্দিন ভিপি’র সার্বিক তত্ত্বাবধানে ও চাটখিল পৌরসভার সার্বিক সহযোগিতায় এবং জিওবি-আইডিবি’র অর্থায়নে ৬০ কোটি টাকা ব্যয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর উক্ত প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পটি বাস্তবায়িক হলে চাটখিল পৌরসভার ৬২ হাজার নাগরিকের বিশুদ্ধ পানির চাহিদা মেটানো সম্ভব হবে। ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে মেয়র এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পলাশ চন্দ দাস, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম মোসা, ভাইস চেয়ারম্যান এইচ.এম আলী তাহের ইভু। এসময় উপস্থিত ছিলেন চাটখিল প্রেসক্লাব সভাপতি মো. হাবিবুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ওমর ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান রোজী শাহীন, পৌরসভার সচিব আলতাফ হোসেন, কাউন্সিলর নওশাদুল করিম, মোর্শেদ, আ’লীগ নেতা তৌহিদুল করিম বাবু প্রমূখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com