বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন

বরিশালের মেহেন্দিগঞ্জে ঘূর্ণিঝড় ইয়াসে আটকেপড়া ৪ শত লঞ্চ যাত্রীদের পাশে সংসদ সদস্য পংকজ নাথ

বরিশাল প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১

ঘূর্ণিঝড় ইয়াসে মেহেন্দিগঞ্জ উপজেলার মাসকাটা নদীতে আটকে পরাএমভি তাসরিফ-২ ও এমভি আল-ওয়ালিদ লঞ্চের ৪ শত মহিলা-পুরুষ ও শিশু যাত্রীদের পাশে খাবার নিয়ে এসে দাঁড়িয়েছেন বরিশাল-৪ আসন হিজলা-মেহেন্দিগঞ্জ আসনের সংসদ সদস্য পংকজ নাথ। আবহাওয়া অধিদপ্তর ও বিআইডব্লিউটি’এর নির্দেশে লঞ্চ চলাচল বন্ধ ঘোষনা করায় লঞ্চগুলো যাত্রী নিয়ে আটকা পড়ে যায়।গত দুই দিন যাবত লঞ্চে আটকে পরা চরশত এসকল যাত্রীদের জন্য নিজ উদ্যোগে খাবার বিতরণ করেন সাংসদ পংকজ নাথ। বৃহস্পতিবার (২৭ই) মে, সকালে ঘুম থেকে উঠেই সাংসদ পংকজ নাথ ছুটে যান মাসকাটা নদীতে লঞ্চে আটকে পরা মানুষের পাশে। এসময় সকল মানুষের শারীরিক ও মানসিক অবস্থার খোঁজ-খবর নেয় এবং তাদের মাঝে নিজ হাতে খাবার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মাহফুজ উল আলম লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুভাষ চন্দ্র সরকার, সদর ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, কাউন্সিলর মনির জমদ্দার, সাইফুল ইসলাম সরদার, সোহেল মোল্লা, সাইফুল ইসলাম বেপারি সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com