দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস.এইচ.এম. মাগফুরুল হাসান আব্বাসী বলেছেন ওয়ার্ল্ড ভিশন শিশুদের নিয়ে যে স্বপ্ন দেখে আমাদের সরকারও সেই স্বপ্ন দেখেন। আজকের এই শিশুরা একদিন শিক্ষিত হয়ে সমাজ পরিবর্তনে যথেষ্ট ভূমিকা রাখবে। তাই তোমাদের পড়াশুনা করে এগিয়ে যেতে হবে। মনে রাখবে সব ধন সম্পদ হারিয়ে যায় একমাত্র বিদ্যা কখনও হারায় না। ২৭ মে বৃহস্পতিবার উপজেলা সদর প্রশাসনের হল রুমে দিনাজপুর এরিয়া প্রোগ্রাম, জোন-১, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে ৭৬টি পরিবারের নিবন্ধিত শিশুদের মাঝে ৭৬জনকে গিফট কিটস কর্মসূচী (অর্থ বছর ২০২১) প্রদান করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এপিসি ম্যানেজার অরবিন্দ সেলভেস্টার গোমেজ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ভিডিসি সভাপতি মুকুল রায়। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এরিয়া অফিসের প্রোগ্রাম অফিসার যোহন মুর্মু। উল্লেখ্য কোভিড-১৯ চলমান সময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এপি অফিসের মাধ্যমে শিশু ও পরিবারের সদস্যদের সচেতন এবং করোনা সচেতন বিষয় স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য স্বাস্থ্য উপকরন সহ বিভিন্ন সহযোগিতা প্রদান করে আসছে। শিশুদের প্রদানকৃত উপকরন হলো জ্যামিতি বক্স, ডিকশনারী, ক্যালকুলেটর, পেন্সিল বক্স, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, মাস্ক, মুশারী, রং পেন্সিল, ছাতা, ক্লিপ বোর্ড।