নীলফামারী জেলার ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদ এর ২০২১-২০২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ মে (মঙ্গলবার) বেলা ২টায় চলমান করোনা পরিস্থিতির কারনে অনলাইনে এ বাজেট সভা অনুষ্ঠিত হয়। ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদ এর আয়োজনে ও স্বেচ্ছাসেবী সংগঠন উদায়ঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) এর সহযোগীতায় উক্ত ইউনিয়নের চেয়ারম্যান একরামুল হক এর সভাপতিত্বে অনলাইন বাজেট অলোচনাটি অনুষ্ঠিত হয়েছে। বাজেট আলোচনাটি উদ্বোধন করেন, ইউএসএস এর নির্বাহী পরিচালক, আলাউদ্দিন আলী। ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদের সচিব, মাহবুবার রহমান ৩ কোটি ২৫ লক্ষ টাকার বাজেট পেশ করেন। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৩৬ লক্ষ ৮২ হাজার টাকা। বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও দুর্যোগ মোকাবেলায় বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিরা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সেবার মান বাড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন। অন্যান্যদের মধ্যে অনলাইনে বাজেট আলোচনায় যুক্ত ছিলেন, চিলাহাটি সানমুন কিন্ডার গার্টেনের অধ্যক্ষ আজাদুল ইসলাম প্রামাণিক, ইউএসএস এর প্রজেক্ট কো-অর্ডিনেটর নির্মল রায় ইউনিয়নের সকল সদস্যবৃন্দ,যুব সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, আব্দল্লা আল আসাদ।