দিনাজপুরের ঘোড়াঘাটে বানিজ্যিক বৈদ্যুতিক মিটার চোর চক্রের একজন সদস্যকে আটক করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। অভিযোগ সূত্রে জানাযায়, (২৪ শে ফেব্রুয়ারী) আনুমানিক রাত ৯ঃ৩৫ ঘটিকা হয়তে ২৫ শে ফেব্রুয়ারী সকাল ৭ঃ০০ ঘটিকার মধ্যে যে কোন সময় ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউপির অন্তর্গত কাশিয়াতলা গ্রামের আলী রিমন মিয়ার গ্রামের বাড়ি সংলগ্ন ১৫০ মিটার দক্ষিণে সেচ গভীর নলকূপ মিটারের সংযোগস্থল হইতে চোরেরা মিটার চুরি করে নিয়ে যায় এবং একই কায়দায় উক্ত স্থানে মোবাইল নাম্বার সম্মিলিত করে কাগজের চিরকুট ফেলে যায়। এর আগেও এই রকম ঘটনার শিকার হয়েছে অনেকেই, দীর্ঘদিন থেকে বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক গভীর নলকূপের মিটার ও বানিজ্যিক মিটার চুরি করে বিকাশের মাধ্যমে টাকা নিয়ে বৈদ্যুতিক মিটার ফেরত দিতো এই চক্রটি। আটককৃতরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার পিয়ারাপুর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে ইমতিয়াজ মন্ডল স্বাধীন(৩০),একই গ্রামের অপর আসামী পলাতক রয়েছে। দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ ঘোড়াঘাট জোনাল অফিসার আব্দুল মুত্তালেব এজিএম(ওএন্ডএম) বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন জানায়, দীর্ঘদিন থেকে বিভিন্ন উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক গভীর নলকূপের মিটার চুরি করে সু-কৌশলে বিকাশের মাধ্যমে টাকা নিয়ে বৈদ্যুতিক মিটার ফেরত দিতো এই সংঘবদ্ধ চক্র। চক্রটি মিটার চুরির পর ওইসব গভীর নলকূপের পাশে মোবাইল নাম্বার সহ কাগজের চিরকুট রেখে যেত যোগাযোগের জন্য। সে মোবাইল নাম্বার ট্রাকিং করে আসামী দের ধরতে সক্ষম হয়েছি। বিদ্যুৎ সরবরাহ সামগ্রী চুরি, চাঁদা দাবি, বিদ্যুৎ আইন ২০১৮ অপরাধ আইনে মামলা রুজু করে, বুধবার সকালে আদালতের মাধ্যমে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।