বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন

যমুনার ভাঙনের হুমকিতে গুচ্ছগ্রামের ১৩০ ঘর

এম এ কাশেম জামালপুর :
  • আপডেট সময় শনিবার, ২৯ মে, ২০২১

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের চরাঞ্চলে স্থাপিত দুটি গুচ্ছগ্রামের ১৩০টি ঘর যমুনা নদীর ভাঙনের মুখে পড়েছে। নদী থেকে মাত্র ১৫০ ফুট দূরত্বে থাকা এসব ঘর আগামী কয়েক দিনের মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। গত কয়েক দিনের তীব্র ভাঙনে এ অঞ্চলের ৩৫০টি পরিবারের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সরেজমিন গিয়ে দেখা যায়, ভিটামাটি, জমাজমি সব কিছু হারিয়ে সরকারের বরাদ্দ করা গুচ্ছগ্রামের একটি ছোট্ট ঘরে নিজেদের স্বপ্ন বুনতে শুরু করেছিল যমুনাপারের চরাঞ্চলের এসব খেটে খাওয়া মানুষ। কিন্তু বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই যমুনা নদীর তীব্র ভাঙনে গুচ্ছগ্রামের ১৩০টি ঘর হুমকির মুখে পড়েছে। নদীভাঙন অব্যাহত থাকলে আগামী কিছুদিনের মধ্যে এই ঘরগুলো নদীগর্ভে বিলীন হয়ে যাবে। গুচ্ছগ্রামের বাসিন্দা বরকত আলী বলেন, ‘ভিটামাটি সব কিছু হারিয়ে সরকারের দেওয়া এই ছোট্ট ঘরে আশ্রয় নিয়েছিলাম। এটিও যমুনা নদীতে বিলীন হয়ে যাবে। আমাদের বেঁচে থাকার আর উপায় থাকবে না।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান বলেন, ‘বিষয়টি লিখিত এবং মৌখিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি ঘরগুলো স্থানান্তরের ব্যবস্থা করার জন্য। পানি উন্নয়ন বোর্ডের মতামতের ভিত্তিতে ঘরগুলো অন্য এলাকায় সরিয়ে নেওয়া হলে সরকারের অর্থের অপচয় রোধ করা সম্ভব হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com