রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৫৩ পূর্বাহ্ন

দেশে আরও ৩ ল্যাবে করোনা পরীক্ষার অনুমতি

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১ মে, ২০২০

মহামারী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে দেশে আরও তিনটি ল্যাবে নমুনা পরীক্ষা করার অনুমতি দিয়েছে সরকার। দুইটি হাসপাতালসহ মোট তিনটি প্রতিষ্ঠানের ল্যাবরেটরিতে করোনা শনাক্তের জন্য নমুনা পরীক্ষা করা হবে।

এগুলো হল- কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ন্যাশনাল ইন্সটিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন-নিপসম।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা গণমাধ্যমকে জানান, নতুন এই তিনটিসহ মোট ৩১টি প্রতিষ্ঠানের গবেষণাগারে করোনা পরীক্ষার অনুমতি দেয়া হয়েছে। এরমধ্যে ঢাকায় ১৫টি এবং ঢাকার বাইরে ১৬টি প্রতিষ্ঠানে এই পরীক্ষা হচ্ছে। গবেষণাগার বাড়তে থাকায় নমুনা পরীক্ষার সংখ্যাও বাড়ছে।

ডা. নাসিমা সুলতানা বলেন, আমাদের লক্ষ্য আরও বেশি পরিমাণ নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা। নতুনগুলোসহ সব গবেষণাগারে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৫৭৩টি নমুনা পরীক্ষা হয়েছে।

উল্লেখ্য, প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সর্বোচ্চ পরিমাণ পরীক্ষার ওপর গুরুত্ব দিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা।

এমআর




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com