সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম ::
কোরবানী ঈদে পশু আমদানির কোনো পরিকল্পনা নেই এপ্রিলের ২৬ দিনে ১৬৮ কোটি ডলার রেমিট্যান্স সত্যি না কি গুজব: ফের বিয়ে করছেন শাকিব খান যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনিদের পক্ষে নজিরবিহীন বিক্ষোভ নেতাকর্মীদের গ্রেপ্তার সরকারের প্রতিদিনের কর্মসূচিতে পরিণত হয়েছে: ফখরুল গরমে খামারে মরছে মুরগি, কমছে ডিম রোগীর প্রতি চিকিৎসকের অবহেলা বরদাস্ত করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পার্টি কার চাপে নির্বাচনে এসেছে: ওবায়দুল কাদের বিএনপি গরিবের পাশে দাঁড়ায় আর আ’লীগ সরকারি ত্রাণ চুরি করে : ইশরাক কোনো জেলায় তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হলে সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হতে পারে- শিক্ষামন্ত্রী

দেশে করোনায় আক্রান্ত ৫৩৭ পুলিশ, মৃত্যু ৪

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১ মে, ২০২০

করোনাভাইরাসে সারাদেশে এখন পর্যন্ত ৪ পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছেন ৫৩৭ জন। নিহতরা হলেন- পুলিশ সদস্য বিশেষ শাখায় (এসবি) উপপরিদর্শক (এসআই) নাজির উদ্দীন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল খালেক, ট্রাফিক কনস্টেবল আশেক মাহমুদ ও ডিএমপির আরেক কনস্টেবলে জসিম উদ্দিন।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত সারাদেশে মোট ৫৩৭ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে ১ হাজার ৩২ জন পুলিশ সদস্য কোয়ারেন্টিনে (সঙ্গনিরোধ) রাখা হয়েছে।

শুধু ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) করোনায় আক্রান্ত হয়েছেন ২৭২ জন। তাদের মধ্যে ১১ জন নারী সদস্য রয়েছেন। পুরুষ ২৬১ জন।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, সারাদেশে ১৬ নারী পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া একজন এসপি, ৪ জন অতিরিক্ত এসপি, ২ জন এএসপি, ১২ জন পুলিশ পরিদর্শক, এসআই থেকে সার্জেন্ট ৫৫ জন, এএসআই ৬৬ জন, ২০ জন নায়েক ও ৩৩১ জন কনস্টেবল করোনায় আক্রান্ত হয়েছেন।

এমআর




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com