বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় নগদ টাকা মাদকসহ ৮ জুয়ারি গ্রেফতার

সঞ্জীব সরকার (উল্লাপাড়া) সিরাজগঞ্জ :
  • আপডেট সময় সোমবার, ৩১ মে, ২০২১

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জুয়া খেলার সময় মাদক ও নগদ টাকাসহ ৮ জুয়ারীকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। রোববার গভীর রাতে উপজেলার গয়হাট্রা বাজার সংলগ্ন আখেজ আলীর বাড়ীর পাকা পায়খানার ছাদের উপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে নগদ টাকা ও মাদক সহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের ভাগলগাছি গ্রামের রিপন(৪২), ছাইদুর রহমান(৩২), রফিকুল(৪৫), শামীম(৩৫), আমজাদ আলী(৪৩), আব্দুল হালিম(৪৫), চকরহিমপুর গ্রামের আবুল কালাম(৪৪), গয়হাট্রা খোসালপুর গ্রামের ধনি প্রাং(২৮)। উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক আলাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ জুয়ারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের নিকট থেকে নগদ ১ লাখ ৩০ হাজার টাকা ও ১০ পুরো ইয়াবাসহ জুয়া খেলার সরঞ্জামাদী জব্দ করা হয়। সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com