পটুয়াখালী শহরের প্রান কেন্দ্র সেন্টারপাড়া হিন্দু সম্প্রদায়ের বেশ কয়েকটি বসতবাড়ি জোর-জবরদস্তি করে দখল এবং উৎখাতের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছে মুক্তিযোদ্ধা পরিবারসহ ভূক্তিভোগী পারিবারের সদস্যরা। আজ মঙ্গলবার বেলা ১১টায় পটুয়াখালী প্রেসক্লাবে ভুক্তভোগী পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করে প্রশাসনেরকাছে তাদের নিরাপত্তা চেয়েছেন। এ সময় মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখত বক্তব্যে সকলের পক্ষে রমেশ চন্দ্র কর অভিযোগ করেন, সেন্টারপাড়া এলাকায় বীর মুক্তিযোদ্ধা স্বর্গীয় খোকন চন্দ্র চ্যাটার্জীর স্ত্রী রীতা চ্যাটার্জি, সাংবাদিক মনোজ কান্তি কর, শিক্ষিকা বানী দেবী ও দরিদ্র অসহায় শ্যামল, কমল মুখার্জীসহ বেশ কয়েকটি হিন্দু পরিবার জমিদার আমল থেকে বসবাস করে আসছে। কিন্তু সস্প্রতি স্থানীয় ধনাঢ্য ব্যবসায়ী শুভাশিষ মূখার্জী অবৈধ টাকা এবং পেশীশক্তি ব্যবহার করে হিন্দু পরিবারগুলোকে উৎখাতের পায়তারা চালাচ্ছে। এ বিষয়ে মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে সদর থানায় অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, শুভাশিষ মূখার্জী শহরের ভূমিদস্যু, জাল-জালিয়াতি ও হুন্ডি ব্যাবসার সাথে জড়িত কলো টাকার মালিক। গত ২৫ মে তার লাঠিয়াল বাহিনী নিয়ে আমাদের বসত ঘরের সামনে উপস্থিত হয়ে রিভলবার বের করে খুনের হুমকি দেয়। এ সময় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। এ সময় দম্ভের সাথে শুভাশিষ বলেন আমি মুক্তিযোদ্ধা বানাতেও পারি, বাতিলও করতে পারি। সংবাদ সম্মেলনে পটুয়াখালী সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার বাদল ব্যানার্জী, মুক্তিযোদ্ধা আমান তালুকদারসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।