রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ন

পাবনা জেলা বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির অফিস দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোবারক বিশ্বাস পাবনা :
  • আপডেট সময় বুধবার, ২ জুন, ২০২১

পাবনায় জোর পূর্বক জেলা বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির অফিস দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পাবনা জেলা বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতি নেতৃবৃন্দ। গতকাল দুপুর ১টায় শহরের রুপকথা রোডে একটি চাইনিজ রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন করেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাস-মিনিবাস নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক কামিল হোসেন, তিনি লিখিত বক্তব্যে বলেন দেশে করোনা সময়ে আমাদের পরিবহন ব্যবসায় ধ্বস নেমে এসেছে। এই সংকট কালিন সময়ে গত বছরের ১৫ অক্টোবর পাবনা জেলা বাস -মিনিবাস ও কোচ মালিক সমিতি জোর পূর্বক দখল নিয়েছে পাবনার কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হাজী শরীফ। তিনি আরও বলেন হাজী শরীফ র্দীঘদিন যাবত পৈলানপুর,রাধানগর,রুপকথা রোড, আব্দুল হামিদ রোড সড়কে চাঁদাবাজী, মাদক ব্যবসা, মানুষের বাড়ী দখল ,জমি দখল, ব্যবসা প্রতিষ্ঠান দখল, নারী ব্যবসাসহ অকারণে মানুষের উপর জুলুম অত্যাচার করে আসছে। তাছাড়া মাদক ব্যবসা, চাঁদাবাজী, সিএনজি ষ্ট্যান্ড দখলকে কেন্দ্র করে খুনও সংগঠিত হয়েছে। তিনি বলেন, এই অঞ্চলের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা তার সন্ত্রাসী বাহিনী দ্বারা নানাভাবে নির্যাতিত। এছাড়া হাজী শরীফ রুপকথা রোডের সকল হোটেল মালিকদের কাছ থেকে মোটা অংকের মাসোহারা নিয়ে থাকে এবং পাবনা নতুন ব্রিজ সংলগ্ন অটো টেম্পু ষ্ট্যান্ড থেকে কোটি কোটি টাকার চাঁদা আদায় করে তার সন্ত্রাসী বাহিনীকে লালন পালনসহ সম্পদের পাহাড় গড়ে তুলছে। কামিল হোসেন বলেন, পাবনা জেলা বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতির বৈধ কমিটি আসার পরেও এই মাদক ব্যবসায়ী সমিতির অফিস দখল পূর্বক প্রতি গাড়ী হতে বিপুল পরিমাণ অর্থ আদায় করছে। তিনি বলেন, আমরা বিভিন্নভাবে প্রশাসনের উচ্চ পর্যায়ে অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছি না। এছাড়াও হাজী শরীফ কিছুদিন আগে আমাদের বিরুদ্ধে যে সংবাদ সম্মেলন করেছে, উপস্থাপিত তথ্য সমূহ মিথ্যা বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন , জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ও বার সমিতির সভাপতি অ্যাডভোকেট বেলায়েত হোসেন বিল্লু, নাগরিক মঞ্চের সভাপতি ইদ্রিস আলী বিশ্বাস, পাবনা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, পাবনা পৌর মেয়র শরিফ উদ্দিন প্রধান, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন সন্টু, নাগরিক মঞ্চের সাধারন সম্পাদক কমরেড জাকির হোসেন, যুবলীগেরে সাবেক সাধারণ সম্পাদক রাকিব হাসান টিপু, বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম. গাবেক ছাত্রনেতা ও পরিবহন ব্যবসায়ী সেলিম হোসেনসহ জেলা নাগরিক মঞ্চের নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলন কমিটির সভাপতি মো.ওমর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com