মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ২নং পতনউষা ইউনিয়নের ব্রাহ্মনউষার গ্রামে সরকারি রাস্থায় পাকা দেয়াল নির্মাণ করায় এলাকার লোকজনদের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছে। দেয়াল নির্মাণে প্রতিবন্ধকতা সৃষ্টি করা, মসজিদ, স্কুল, কলেজ, হাট-বাজারসহ এলাকায় লোকজনদের চলাচলে চরম দুর্ভোগের ঘটনায় ভুক্তভোগী মোঃ মুজিবুর রহমান বাদশা, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ মেহের বকসসহ স্থানীয় লোকজন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানা গেছে- একই এলাকার সেলোয়ার মিয়া, ফিরুজ আলী, রহিম আলী, রকিব আলী, মফিজ মিয়া, খয়ছর মিয়া, আশরফ মিয়াগংরা রাতের অন্ধকারে সরকারি রাস্থায় পাকা দেয়াল নির্মাণ করেন। এ সময় তাদেরকে বাঁধা প্রদান করলেও নিষেধ অমান্য করেই দেয়াল নির্মাণ করেন। এবং প্রতিবাদকারী ভুক্তভোগী মোঃ মুজিবুর রহমান বাদশাকে মেরে ফেলার জন্য হুমকি প্রদান করেন। হুমকির ঘটনায় ভুক্তভোগী বাদশা তাদেরকে অভিযুক্ত করে কমলগঞ্জ থানায় সাধারণ ডায়রী নং-১২১০, তারিখ ঃ ৩০/০৫/২০২১ করেন। সরকারি রাস্থায় দেয়াল নির্মাণ ও হুমকির ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে জানতে চাইলে মোঃ মুজিবুর রহমান বাদশা বলেন- প্রতিবাদ করায় সেলোয়ার মিয়াগংরা আমাকে মেরে ফেলার জন্য হুমকি দিচ্ছে। যে কোন সময় আমার ক্ষতি করতে পারে। আমি আইনের আশ্রয় নিয়েছি। পুলিশের উপস্থিতিতেই দারালো দা দিয়ে হামলা চালানোর চেষ্টা করছে।