খাগড়াছড়িতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন/২১ উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার(০২ জুন) সকাল সাড়ে ১০টায় মিঠুন চাকমার সসঞ্চালনায়, খাগড়াছড়ি সিভিল সার্জন, নুপুর কান্তি দাশ’র সভাপতিত্বে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, খাগড়াছড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি চাইথোয়াই মারমা প্রমুখ। সভায় বক্তারা এ প্লাস ক্যাম্পেইন সম্পর্কে বলেন, ৬–১১মাস বয়সী ১৪,৪৪৬ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে, এবং ১২-৫৯ মাস বয়সী ১,০১,১৮০শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল জেলা-উপজেলা পর্যায়ে স্থায়ী কেন্দ্র সমূহ জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন সাব-সেন্টার, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র, কমিউনিটি ক্লিনিকের টিকাদান কেন্দ্র সমুহে ও খাগড়াছড়ি পৌরসভা এলাকায় সরকারি-বেসরকারি সংস্থা (এনজিও)কর্তৃক পরিচালিত ৩ওয়ার্ডের ২৪টি স্থায়ী কেন্দ্র সমূহে যথাযথ স্বাস্থ্য বিধি মেনে ৫জুন/২১ থেকে ১৯জুন/২১ পর্যন্ত শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যাতীত প্রতিদিন খাওয়ানো হবে।