বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন

গাজীপুরের পিরুজালীতে ডাকাতি ৭লক্ষ টাকার মালামাল লুট

ফরিদুল ইসলাম গাজীপুর :
  • আপডেট সময় শনিবার, ৫ জুন, ২০২১

গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের মন্ডলবাড়ি এলাকার সুমন মন্ডলের বাড়িতে দূর্ধষ ডাকাতি হয়েছে। শুক্রবার রাত ২টায় এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা ৭ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নে মন্ডল বাড়ি এলাকার আবু জাহের মন্ডলে ছেলে সুমন মন্ডল এর বাড়িতে এ ঘটনা ঘটেছে। বাড়ির মালিক জাহের মন্ডলের ছেলে সুমন মন্ডল জানান, শুক্রবার রাত ২টার দিকে আমাদের বাড়ির গেটের তালা ভেঙ্গে ১০/১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল বাড়ির ভিতরে প্রবেশ করে এবং আমাদের পরিবারের ২জন সদস্যর চোখ, মুখ বেধে একটি ঘরে জিম্মি করে রাখে। গলায় অস্ত্র ধরে ৭ ভরি স্বর্ণের গহনা, ১৬ ভরি রুপার গহনা, নগদ টাকাসহ ৭লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। তিনি আরো জানান, ডাকাত দলের সবার মুখে মুখোশ পরা ছিল। জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন আল রশিদ বলেন, আমরা এখনো লিখিত অভিযোগ পাইনি। আমরা এ ব্যপারে তদন্ত করছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com