বুধবার, ২৬ জুন ২০২৪, ০৩:০১ অপরাহ্ন

সরিষাবাডীতে প্রাণী সম্পদ প্রর্দশনী

আব্দুর রাজ্জাক সরিষাবাড়ী (জামালপুর) :
  • আপডেট সময় শনিবার, ৫ জুন, ২০২১

জামালপুরের সরিষাবাডী উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণি সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রানালয়ের সহযোগিতায় প্রাণী সম্পদ প্রদর্শনী ২০২১ অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার সরিষাবাডী অনার্স কলেজ মাঠে এ প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রর্দশনীতে বিভিন্ন প্রকার প্রানী ও প্রযুত্তির ৪০টি ষ্টল বসে। প্রাণী সম্পদ প্রর্দশনীর ষ্টল পরির্দশন শেষে প্রর্দশনীর উদ্বোধনী সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ। প্রধান অতিথী হিসেবে উপজেলা পরিষদ চেযারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান বক্তব্য রাখেন। এ সময় আরোও বক্তব্য রাখেন- উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, সরিষাবাড়ী অনার্স কলেজের অধ্যক্ষ ছরোয়ার জাহান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ের ভেটেনারী সার্জন আতিকুর রহমান প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন-জামালপুর জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক। প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন খামারিরা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com