সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন

দেশে করোনায় আক্রান্ত ৭৪১ পুলিশ , মৃত্যু ৫

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২ মে, ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৩২ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে সারাদেশে মোট আক্রান্তের সংখ্যা ৭৪১ জন। সেই সঙ্গে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৫ জন।

শনিবার (২ মে) বিকেলে পুলিশ সদর দফতরের একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে এসব তথ্য। সূত্র জানায়, আক্রান্তদের মধ্যে শুধু ঢাকা মহানগরেই (ডিএমপি) রয়েছেন ৩৫৬ জন।

সেই সঙ্গে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে রয়েছেন ১ হাজার ২৫০ জন। আইসোলেশনে রয়েছেন ১৭৪ জন। এখন পর্যন্ত নতুন ১ জনসহ মারা গেছেন মোট ৫ জন। তবে সুস্থ হয়েছেন ৫৭ জন।

সর্বশেষ করোনায় আক্রান্ত হয়ে শনিবার রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) উপপরিদর্শক (এসআই) সুলতানুল আরেফিন।

সুলতানসহ এ নিয়ে বাংলাদেশ পুলিশের ৫ সদস্য করোনাযুদ্ধে আত্মোৎসর্গ করলেন। মৃত অন্য পুলিশ সদস্যরা হলেন- ওয়ারী ট্রাফিক পুলিশের জসিম উদ্দিন, ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট দক্ষিণ বিভাগের এএসআই মো. আবদুল খালেক, ডিএমপির ট্রাফিক উত্তর বিভাগের কনস্টেবল মো. আশেক মাহমুদ, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এসআই নাজির উদ্দিন।

এমআর




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com