প্রধানমন্ত্রী ঘোষিত ২০২১-২২ সনের বাজেটকে চলমান সংকট উত্তরণের বাজেট বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী এ্যাড.কামরুল ইসলাম এমপি। তিনি বলেন,এ বাজেট মানুষের জীবন জীবিকার মান উন্নয়নের বাজেট। এর মাধ্যমেই বাংলাদেশের মানুষ চলমান সংকট থেকে উত্তোরনের পথ খুজে পাবেন। এ্যাড.কামরুল ইসলাম গতকাল শনিবার বাংলাদেশ আওয়ামী লীগ কেরাণীগঞ্জ মডেল থানা শাখার কার্যকরী কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন কেরাণীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আহবায়ক কমিটিকে প্রধান মন্ত্রীর আর্শিবাদ পুষ্ট কমিটি উল্লেখ করেন। আগামীতে সুন্দর একটি সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। সে জন্য তিনি উপস্থিত নেতা-কর্মীদের প্রস্তুতির আহবান জানিয়ে কর্মীদের মন জয় করতে বলেন। তা-না হলে নেতা হতে পারবেনা বলে মন্তব্য তার। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন,বিশে^র ৩জন সৎ নেতার মধ্যে তিনি একজন। তার মত সৎ ও যোগ্য নেতৃত্বের কারনেই দেশ আজ সকল ক্ষেত্রে এগিয়ে গেছে। এছাড়া বিএনপি’র অস্তিত্ব নাই উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন,মিডিয়া বিএনপিকে বাঁচিয়ে রেখেছে। সরেজমিনে তারা নাই। কেরাণীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আহবায়ক মো.ইউসুফ আলী চৌধুরী সেলিমের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন বিপ্লবের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরেক যুগ্ম আহবায়ক শফিউল আজম খান বারকু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো.সেলিম আহম্মেদ,উপ-দপ্তর সম্পাদক মো.হাবিবুর রহমান,জেলা আওয়ামী লীগ নেতা সানোয়ার হোসেন বুলবুল,ঢাকা জেলার আ’লীগ নেতা আবু সিদ্দিক প্রমূখ। এছাড়া স্থানীয় আওয়ামী লীগ-যুবলীগসহ অন্যান্য সব সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসভায় উপস্থিত ছিলেন।