বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন

বড়াইগ্রামে পর্নগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অভিযোগ তিন ব্যবসায়ী আটক

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ জুন, ২০২১

বড়াইগ্রামে পর্ণোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর আগে সোমবার সন্ধ্যায় উপজেলার মৌখাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-৫। একই সাথে এ কাজে ব্যবহৃত তিনটি সিপিইউ ও তিনটি হার্ডডিক্সও জব্দ করা হয়। আটকরা হলেন- উপজেলার মৌখাড়া বাজারের সেলিম স্টোরের মালিক ও আগ্রান গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে সেলিম রেজা, ওয়াসিম টেলিকমের মালিক ও নিশ্চিন্তপুর গ্রামের আব্দুল আলিমের ছেলে ওয়াসিম রেজা এবং শাহিন টেলিকমের মালিক ও মৌখাড়া বাজারের শাহাদৎ হোসেনের ছেলে শাহিন আলম। র‌্যাব-৫ নাটোর সিপিসি ২ এর কোম্পানি কমান্ডার মেজর মোঃ সানরিয়া চৌধুরী জানান, বেশ কিছুদিন যাবৎ অভিযুক্তরা দোকানের কম্পিউটারে পর্ণোগ্রাফি ভিডিও সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে উঠতি বয়সের যুবক ও শিক্ষার্থীদের কাছে বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় মামলা রুজু করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com