রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ন

শেরপুরে করোনাকালসহ বিভিন্ন দুর্যোগে জেলা প্রশাসনকে সহায়তা করায় ৭ সংগঠনকে সম্মাননা

জাহিদুল খান সৌরভ শেরপুর :
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ জুন, ২০২১

শেরপুরে করোনা ভাইরাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসনকে সহায়তা করায় সাত সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) আনার কলি মাহবুব। অনুষ্ঠানে ডিসি আনার কলি মাহবুব জেলার সাতটি প্রতিষ্ঠানের প্রধান ও সদস্যদের হাতে সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সনদ তুলে দেন। এই প্রতিষ্ঠানগুলো হলো শেরপুর পৌরসভা, ছাত্রলীগ শেরপুর জেলা শাখা, শেরপুর প্রেসক্লাব, রেডক্রিসেন্ট সোসাইটি শেরপুর জেলা ইউনিট, শেরপুর গ্র্যাজুয়েট ক্লাব, আজকের তারুণ্য, বিডি ক্লিন শেরপুর ও রক্ত সৈনিক শেরপুর। শেরপুর পৌরসভার পক্ষে সনদ গ্রহন করেন প্যানেল মেয়র কামাল হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুক্তাদিরুল আহমেদ, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সিনিয়র সাংবাদিক দেবাশীষ সাহা রায়, নাগরিক সংগঠন জনউদ্যোগ শেরপুরের আহবায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব হাকিম বাবুল, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইমরান হাসান রাব্বী, প্রচার সম্পাদক জুবাইদুল ইসলাম, শেরপুর অনলাইন জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক জাহিদুল খান সৌরভ, জেলা যুব রেড ক্রিসেন্টের প্রধান ইউসূফ আলী রবিন, বিডি ক্লিন শেরপুরের সমন্বয়ক মো. আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com