বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৮:০২ অপরাহ্ন

গোপালপুরে ব্যক্তি উদ্যোগে খানাখন্দে ভরা বেহাল সড়ক সংস্কার

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ জুন, ২০২১

টাঙ্গাইলের গোপালপুরে ব্যক্তি উদ্যোগে খানাখন্দে ভরা বেহাল সড়ক সংস্কার করে চলাচলের উপযোগী করলেন নগদা শিমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী মোঃ নূরুল ইসলাম নূরু। গত কয়েক দিন ধরে অক্লান্ত পরিশ্রম ও নিজস্ব অর্থায়নে অত্র ইউনিয়নের চর চতিলা গ্রামের আহসান মোড় থেকে রামপুর চতিলা জামতলা পর্যন্ত দুই কিলোমিটার গ্রামীণ রাস্তায় খানাখন্দে ভরা বেহাল অংশে ইট ও বালুসহ প্রয়োজনীয় উপকরণ দিয়ে সংস্কার করেন তিনি। সংস্কারের অভাবে দির্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে থাকা সড়কটি ব্যক্তি উদ্যোগে সংস্কারের মাধ্যমে চলাচলের উপযোগী করায় জনগণের প্রসংশায় ভাসছেন তিনি। সরেজমিনে ওই এলাকায় গিয়ে জানা যায়, প্রতিদিন গ্রামীণ এই কাচা সড়কটি দিয়ে দশ গ্রামের মানুষ ও ছোট বড় যানবাহন চলাচল করে। গোপালপুর উপজেলা সদরে হাট-বাজার, সরকারি ও বেসরকারি অফিস, থানা, ব্যাংক, স্বাস্থ্যকমপ্লেক্স, ক্লিনিক, স্কুল-কলেজ এবং মাদরাসা থাকায় নিত্যদিনের প্রয়োজনীয় কাজের জন্য গোপালপুর পৌরশহরে যাতায়াত করতে বিলডগা, বনমালী, জোতবাগল, চক্কাশী, লক্ষীপুরসহ দশ গ্রামের মানুষের এ সড়কেই চলাচল করতে হয়। এ ছাড়াও নগদা শিমলা ইউনিয়ন পরিষদ, কমিউনিটি ক্লিনিক ও পরিষদ সংলগ্ন বিদ্যালয়ে যাতায়াতের জন্যও এসব এলাকার মানুষদের এ সড়কটি ব্যবহার করতে হয়। কিন্তু সড়কটির বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে খানাখন্দ। জীবনের ঝুঁকি নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যান, ইঞ্জিনচালিত যানবাহন, ছোট ট্রাকসহ প্রায় সকল প্রকার যানবাহন চলাচল করে আসছিল। এতে প্রায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটতো। পথচারি ও গাড়ীর যাত্রীরা এ পথে এসে পড়তো চরম দুর্ভোগে। সড়কের অনেকাংশে ছোট ও বড় আকারের গর্তের সৃষ্টি হওয়ায় বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে গর্তগুলো তলিয়ে যেতো। ফলে পথচারি ও যানবাহন চালকরা ভুল করে সেই গর্তে পড়ে মারাত্বকভাবে আহত হতেন। অবশেষে জনগণের এমন ভোগান্তি দূরিকরণে ও সরকারের উন্নয়নমূলক কাজকে আরো গতিশীল করতে সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে সড়কটি সংস্কার করে দেন আওয়ামী লীগের একজন ত্যাগী কর্মী ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক নূরুল ইসলাম নূরু। সংস্কারকালীন সময় স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের একাংশ নেতাকর্মীসহ এলাকাবাসী উপস্থিত হয়ে সরকারের কাছে আগামী ইউপি নির্বাচনে নগদাশিমলা ইউনিয়ন পরিষদে নূরুল ইসলাম নূরুকে দলীয় মনোনয়ন দেয়ার দাবি জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com