বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৪:৫৩ অপরাহ্ন

ছাত্র রাজনীতির পাশাপাশি নিজেকে দেশের কল্যাণে প্রস্তুত হতে হবে -ড. আজমত উল্লা খান

বশির আলম টঙ্গী (গাজীপুর) :
  • আপডেট সময় বুধবার, ৯ জুন, ২০২১

টঙ্গীতে গাজীপুর মহানগর ছাএলীগের উদ্যোগে ছাএ রাজনীতির পাশাপাশি ক্যারিয়ার গঠন পরিকল্পনা শীর্ষক সেমিনার, টঙ্গীর চেরাগ আলী একটি কমিউনিটি সেন্টারে গাজীপুর মহানগর ছাএলীগের সাবেক সভাপতি রাজিব হায়দার সাদিমের উদ্যোগে বিষয় বিক্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডঃ আজমত উল্লা খান, তিনি এসময় বলেন, ৭ ই জুন ছয় দফা আন্দোলনের জাতির মুক্তির সনদ আজকের এই দিনটিতে গাজীপুর মহানগর ছাত্রলীগ কতৃক আয়োজিত ছাত্র রাজনতিতে ক্যারিয়ার গঠন বিষয়ক সেমিনারটি আয়োজন করাতে ছাত্রলীগের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মেধাবী ছ্ত্রারাই রাজনীতিতে সফলতা অর্জন করতে পারে। তোমরা ছাত্র রাজনীতির পাশাপাশি নিজেকে সাবলম্ভী হওয়ার জন্য উদ্ধোগত্যা হতে হবে। চাকরিরে ক্ষেত্রে নিজেকে এমন ভাবে প্রস্তুত করতে হবে যেন তোমার মনোবল এতোটাই দৃড় থাকে যে তুমি সেরা হবে। তোমরা যারা বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতি করো তোমাদের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ লালন করতে হবে। এসময় র্অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শামসুন্নাহার ভুইঁয়া এমপি। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র লীগের সাবেক সভাপতি ব্যারিস্টার সাজ্জাদ হোসাইন। মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ শহিদুল্লাহ, টঙ্গী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রজব আলী, গাজীপুর জেলা ছাএলীগের সাবেক সভাপতি হিরা সরকার, কাউন্সিলার আলহাজ্ব নাসির উদ্দীন মোল্লা, টঙ্গী থানা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, ৫৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন, ৫৪নং ওয়াড আওয়ামী লীগের সদস্য সচিব হারুন আর রশিদ, বীর মুক্তিযোদ্ধা সরদার আনোয়ারুল হক।এসময় বক্তারা ছাএ রাজনিতীর পাশাপাশি ক্যারিয়ার গঠনের উপর বিভিন্ন বিষয় ভিত্তিক গুরুত্বপূর্ন আলোচনা করেন। গাজীপুর মহানগর ছাএলীগের সাবেক সহ সভাপতি মোঃ রাজিব হায়দার সাদিমের সঞ্চালনায় টঙ্গী প্রেসক্লাবের সাধারন সম্পাদক কালিমুল্লাহ ইকবালের সার্বিক ত্বত্তাবদানে গাজীপুর মহানগরের সকল থানা ও ভাওয়াল বদরে আলম কলেজ , কাজী আজিমুদ্দিন কলেজ, টঙ্গী সরকারী কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com