বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:০৪ অপরাহ্ন

দৈহারী ইউনিয়নবাসী মোঃ জাহারুল ইসলামকে চেয়ারম্যান হিসাবে দেখতে চায়

নিয়াজ মোর্শেদ (পিরোজপুর) স্বরূপকাঠি :
  • আপডেট সময় শনিবার, ১২ জুন, ২০২১

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য আর সেই শ্লোগানকে সামনে রেখে দুর্বার গতিতে এগিয়ে চলছে সময়ের আলোচিত সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। দৈহারী ইউনিয়নে বিগত সময় থেকেই গ্রামের সাধারণ মানুষ দারুণ ভাবে অবহেলিত। খারারবাগ, আমতলা, চিনাবুনিয়া, গনকপাড়া, দৈহারী, কাটা দৈহারীর ও বড়ইবাড়ীর সাধারণ ভোটাররা দারুণ ভাবে জিম্মি স্থানীয় রাজনৈতিক নেতাদের কারণে। সাধারণ ভোটাররা বহু দিন ধরে একজন চমৎকার মানুষ খুজতে ছিল। অথচ দৈহারী ইউনিয়নের মধ্যে নেতা আসে আর ক্ষমতায় যায় কিন্তু এলাকার তেমন উন্নয়ন হয়না। তবে বিএনপির আমলে দৈহারী ইউনিয়নের মধ্যে যথেষ্ট উন্নয়ন হয়েছে। বিগত সময়ে আশ্বাস ও বিশ্বাস নিয়ে চলে আসছে ইউনিয়ন রাজনীতি। গত ইউনিয়ন নির্বাচন ছিল কঠিন বিতর্কিত আর ভোট জালিয়াতিতে ভরা। সাবেক সংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম আউয়াল মহদয়ের আমলে দু’একটা ইউনিয়ন ছাড়া বাকী সকল ইউনিয়নের নির্বাচন ছিল চরম জালিয়াতির পরিবেশে ভরা। কিন্তু এবারের ইউনিয়ন পরিষদের নির্বাচনে এরিমধ্যে সুন্দর পরিবেশের গন্ধ পাওয়া যাচ্ছে মাননীয় মন্ত্রীর বদৌলতে। তীক্ষè বুদ্ধির অধিকারী মাননীয় মন্ত্রী ও সাদা মনের মানুষ এ্যাড শ ম রেজাউল করিমের আর্শীবাদ নিয়ে এরি মধ্যে ইউনিয়ন পরিষদের নির্বাচন আবার জমে উঠতে শুরু করে দিয়েছে। যদিও করোনার কঠিন দুঃসময়ে সকল ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়। তবে নির্বাচন কমিশনার ও সরকার প্রধানের সদিচ্ছার কারণেই আগামী ২১ জুন ইউনিয়ন পরিষদের প্রথম ধাপের নির্বাচন হতে যাচ্ছে। আর সেই আলোকে সকলে স্ব স্ব প্রতিক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছে নৌকার প্রতিকের বিরুদ্ধে। তবে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদ দল বি এন পি ইউনিয়ন পরিষদের নির্বাচন বয়কট করেছে বিদায় এক তরফা নির্বাচন করতে চেয়েছিলেন সরকার প্রধান। কিন্তু প্রথম ধাপের ৩৭১ ইউনিয়ন পরিষদের নির্বাচনে বহু বিদ্রোহী কিংবা সতন্ত্র প্রার্থী মাঠে আছে দুর্বার গতিতে। আর হ্যা আমরাও সেই আলোকে স্বরূপকাঠি উপজেলার মধ্যে দৈহারী ইউনিয়নের নির্বাচনের সতন্র প্রার্থী মোঃ জাহারুল ইসলামের কথা বলছিলাম। সদালাপী ও হাস্যউজ্জল স্বভাবের কারণে ইতিমধ্যে দৈহারী ইউনিয়নের মধ্যে আলোচনায় চলে এসেছে।কথা বার্তা, চাল চলন, রাজনৈতিক দূর দর্শীতা, শিক্ষাগত যোগ্যতা ও আর্থিক স্বচ্ছলতার দিক দিয়ে বেশ এগিয়ে। সুন্দর মন মানসিকতার কারণেই আজ দৈহারী ইউনিয়নের মধ্যে মানবতার ফেরিওয়ালা হিসেবে নিজেকে মেলে ধরতে সক্ষম হয়েছে। বিগত সময়ে সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিন্টু ও বর্তমান চেয়ারম্যান প্রগতি মন্ডলের কার্যক্রম দেখেছে সাধারণ ভোটাররা। তাই এবারের ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রতিক নয় বরং যোগ্য প্রার্থীর পক্ষে জনমত তৈরী করতে সক্ষম হয়েছে সাধারণ ভোটাররা। নৌকা কিংবা ধানের শীষে বিশ্বাসী নয় বরং যোগ্য চেয়ারম্যান দরকার। আর সেই বিবেচনায় মোঃ জাহারুল ইসলাম একজন চমৎকার মানুষ নিঃসন্দেহে। তরতাজা ও টগবগে তরুণ প্রজন্মের অহংকার সাবেক মেম্বার মোঃ সত্তার মিয়ার সুযোগ্য পুত্র বর্তমান চেয়ারম্যান প্রার্থী মোঃ জাহারুল ইসলাম। চলনে বলনে রয়েছে দারুণ মুন্সিয়ানার সুস্পষ্ট ছাপ। আর্থিক স্বচ্ছলতা দিয়ে ইতিমধ্যে দৈহারী ইউনিয়নের মধ্যে একটা চমৎকার পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছে। গত করোনার কঠিন দুঃসময়ে ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে একটা নজির তৈরী করতে সক্ষম হয়েছে। সরকারের পাশাপাশি নিজস্ব পারিবারিক তহবিল থেকে সমাজের হত দরিদ্র পরিবারের পাশে দাড়িয়েছে। দল নয় আর নেতাও নয় বরং একজন মানুষ আর একজন মানুষের কাছে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সুকৌশলে। সরেজমিনে দৈহারী ইউনিয়নের মধ্যে বিভিন্ন এলাকায় গিয়ে সঠিক তথ্য উদঘাটন করেন গণ মাধ্যম কর্মীরা। হিন্দু ও মুসলিম পরিবারের বেশির ভাগ সদস্যরা বলেন, আসলেই আমাদের এলাকায় জাহারুল ইসলামের মত চমৎকার মানুষ পাওয়া মুসকিল। নিঃসন্দেহে বর্তমান সময়ে আমাদের সকলের সুনজরে রয়েছে মোঃ জাহারুল ইসলাম। এবারের ইউনিয়ন পরিষদের নির্বাচনে দৈহারী ইউনিয়ন থেকে আনারশের প্রতিক নিয়ে নির্বাচন করতে যাচ্ছে সকলের আর্শীবাদ নিয়ে। নিঃসন্দেহে বর্তমান সময়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজেকে মেলে ধরতে সক্ষম হয়েছে ইতিমধ্যে। এ ব্যাপারে এলাকার বেশির ভাগ ভোটাররা গণ মাধ্যম কর্মী দের বলেন, আমরা সকলেই কম বেশি সচেতন। এবারের ইউনিয়ন পরিষদের নির্বাচনে দৈহারী ইউনিয়নের মধ্যে তিন প্রার্থীর মধ্যে ভোট যুদ্ধ হবে নিঃসন্দেহে। তবে সঠিক পদ্ধতিতে নির্বাচন হলে আমাদের ইউনিয়নের মধ্যে উদীয়মান প্রার্থীকে সমীহ করতে হবে বাকী দু প্রার্থীকে। এদিকে বেশকিছু হিন্দু পরিবারের সদস্যরা অসন্তুষ্ট বর্তমান চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী নৌকার কান্ডারী প্রগতি মন্ডলের উপর। পাশাপাশি স্থানীয় সূত্র আরও জানায় সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিন্টুর কাজে কর্মে বহু ভোটাররা দারুণ ক্ষুব্ধ। আর সেই আলোকে বর্তমান সময়ে একজন মানবতার ফেরিওয়ালা হিসেবে নিজেকে মেলে ধরতে সক্ষম হয়েছে মোঃ জাহারুল ইসলাম। বর্তমান সময়ে ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত হওয়ার আগ থেকেই একটা চমৎকার পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছে আমাদের সকলের সুনজরে থাকা আনারশের প্রতিক নিয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ জাহারুল ইসলাম। এ ব্যাপারে কথা হয় বর্তমান সময়ে দৈহারী ইউনিয়নের সবচেয়ে এগিয়ে থাকা শান্তি প্রিয় মানুষ ও মানবতার ফেরিওয়ালা মোঃ জাহারুল ইসলামের সাথে। তিনি অকপটে বলেন আমি বরাবরই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে পৌঁছাতে বদ্ধ পরিকর। আসলে মানব সেবায় নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে মাঠে নেমেছি। সতন্র প্রার্থী হিসেবে। আত্মানবতার সেবায় নিজেকে সুপ্রতিষ্ঠিত করতেই নির্বাচনী মাঠে আছি। মিডিয়ার আর এক প্রশ্নের জবাবে আরও বলেন আমি বরাবরই মানবতার পক্ষে। দলমত নির্বিশেষে সকল মানুষের কাছে সুপ্রিয় হতে চাই। আসলে মানুষের সেবা করাই আমার দৃষ্টিতে অন্যতম সেরা কাজ। আর এটাও সত্য আমাদের দৈহারী ইউনিয়নের মধ্যে সাধারণ ভোটাররা পরিবর্তন চায়। আর সেই আলোকে মানবতার ফেরিওয়ালা হিসেবে নিজেকে উজাড় করে দিতে চাই মানবতার কল্যানে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com